Main Menu

তুর্কি সীমান্তে আড়াই লাখ অভিবাসনপ্রত্যাশীর প্রবেশ ঠেকিয়েছে গ্রিস

নিউজ ডেস্ক:
গেল বছর ২০২২ সালে সীমান্তরক্ষীরা তুরস্কে সীমান্তে দিয়ে দুই লাখ ৬০ হাজার অভিবাসনপ্রত্যাশীকে গ্রিসে ঢুবতে বাধা দিয়েছে৷ একই সাথে এই বছরে দেড় হাজার মানবপাচারকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে গ্রিক সরকার।

তবে তুরস্কের দাবি, অভিবাসনপ্রত্যাশীরা যদি আশ্রয় পাওয়ার যোগ্য হয়ে থাকে তাহলে তাদেরকে ফেরত পাঠানো আইনের লঙ্ঘন৷

মূলত যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া ও আফগানিস্তান থেকে অনেক শরণার্থী তুরস্কে হয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে থাকেন৷ গত বছরের অক্টোবর মাসে সীমান্ত থেকে ৯২জনকে আহত ও নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়৷ উদ্ধার হওয়াদের বেশিরভাগই আফগানিস্তান ও সিরিয়ার নাগরিক৷

সীমান্তে বেড়া স্থাপন গ্রিসের

অনিয়মিত অভিবাসন ঠেকাতে দেশটির তুরস্ক সংলগ্ন উত্তরাঞ্চলীয় সীমান্তে বেড়া দিয়েছে করছে গ্রিস সরকার৷ ১৬ ফুট উঁচু এই দেয়াল পূর্বদিকে তুরস্ক সংলগ্ন এভ্রোস নদী পর্যন্ত মোট একশ ২০ মাইল বিস্তৃত। অভিবাসীর ঢল ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে দেশটি৷

শনিবার ইইউ, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্যের কূটনৈতিকদের সাথে বৈঠকে গ্রিসের সিটিজেন প্রোটেকশন মন্ত্রী বলেন, ‘সীমান্ত সুরক্ষার জন্য সহগযোগিতা প্রয়োজন… ইউরোপের জনগণের মতামত, ইউরোপীয় ইউনিয়নের এবং এর সদস্য রাষ্ট্রগুলোর৷’






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *