Main Menu

প্রবাসী কল্যাণমন্ত্রীর জনসভায় সংঘর্ষ, ভাংচুর

নিউজ ডেস্ক:
সিলেট-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের শেষ নির্বাচনি জনসভায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কোম্পানীগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ইমরান আহমদের জনসভায় মিছিল নিয়ে যোগ দেন কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি তেলিখাল ইউপি চেয়ারম্যান কাজী আবদুল ওয়াদুদ আলফু। ওই সময় জনসভার সঞ্চালক কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস চেয়ারম্যান আলফুর নাম ও পদবি সঠিকভাবে না বলায় ক্ষিপ্ত হয়ে তার ওপর আক্রমণ চালান আলফু। এর পর দুই নেতা ও তাদের কর্মীদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। পরে মন্ত্রী ও এলাকার মুরব্বিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসি সাদিকুর রহমান বলেন, ‘এটা তো আপনারা (সাংবাদিক) ভালো জানেন। আমি এ ব্যাপারে আর কিছু না বলি।’

কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি তেলিখাল ইউপি চেয়ারম্যান কাজী আবদুল ওয়াদুদ আলফু ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকেই ফোনে পাওয়া যায়নি, ফলে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সংঘর্ষ থামার পর জনসভা শুরু হয়। ওই সময় সিলেট-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইমরান আহমদ সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি খুলে দেয়াসহ উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে প্রচার শেষ করেন।

তিনি বলেন, ‘গত ১৫ বছরে সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর উপজেলায় অনেক উন্নয়ন হয়েছে। আপনাদের চলাচলের বড় বড় সড়ক থেকে শুরু করে গ্রামগঞ্জের গ্রামীণ রাস্তা, স্কুল, কলেজ, হাসপাতাল সব স্থানে প্রচুর উন্নয়ন হয়েছে এবং কিছু কাজ চলমান রয়েছে। এসব উন্নয়নের অসমাপ্ত কাজ সমাপ্তি ও সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি খুলতে ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট বেশি দিতে হবে।’

পাথর কোয়ারি বিষয়ে তিনি বলেন, ‘এটা খোলা বা বন্ধ করা আমার কাজ নয়। পাথর কোয়ারির বিষয়টি দেখেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। পরিবেশের সমস্যার কারণে পাথর কোয়ারি বন্ধ হয়েছে, তবে আমি চেষ্টা করেছি সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি খুলতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও আমি অনুরোধ করেছি আমার এলাকার জনসাধারণের জন্য পাথর কোয়ারি খুলে দিতে।’






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *