Main Menu

রাজধানীর বেইলী রোডে আগুন: ভবনের ছাদে আটকা ৫০ জনের বেশি

রাজধানীর বেইলী রোডে আগুন: ভবনের ছাদে আটকা ৫০ জনের বেশি
রাজধানীর বেইলী রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে লাগা আগুনের মধ্যে অনেকে আটকা পড়েছেন। এরমধ্যে ভবনটির ছাদে আটকে আছেন প্রায় ৫০ জন।

আগুন লাগার পরই ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। তবে এখনো ওই আগুন নিয়ন্ত্রণে আসেনি ৷ ওই রেস্টুরেন্টটির জানালার পাশে স্বজনদের দেখে আহাজারি করছে মানুষ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টায় বেইলী রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে আগুন লাগার পর এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা গেছে, রেস্টুরেন্টের মধ্যে আগুনে আটকা পড়া একজনের স্বজন তাকে উদ্দেশ্য করে বলছেন ” ছাদে উইঠা যা; ছাদে ক্যারেন ( উচু স্থান থেকে উদ্ধারকারী যন্ত্র) পাঠাইছে”৷ তিনি বলেন, “আমার আপন ভাই আগুনে আটকা পড়ছে। ওর নাম ফয়সাল৷।”

এদিকে ছাদ থেকে উদ্ধার হওয়া একজন বলেছেন, “ছাদে অন্তত ৫০ জনের মতো আছে ৷ পুরা ছাদ ভর্তি মানুষ। তবে এখনো সবাই ঠিক আছে। “

এর আগে রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আজ (বৃহস্পতিবার) রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ১২টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে প্রত্যক্ষদর্শী একজন জানান, ভবনটির পাঁচতলা পর্যন্ত সব ফ্লোরে আগুন দেখা যাচ্ছে। মনে হচ্ছে ভেতরে অনেক লোক আটকা পড়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *