Main Menu

ভূমধ্যসাগর থেকে ৪৮৫ অভিবাসনপ্রত্যাশীকে লিবিয়ায় ফেরত

বিদেশবার্তা২৪ ডেস্ক:
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করা প্রায় পাঁচশ অভিবাসনপ্রত্যাশীকে লিবিয়াতে ফেরত পাঠানো হয়েছে৷ জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) এই তথ্য জানিয়েছে৷

ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের লিবিয়াতে ফেরত পাঠানোয় উদ্বেগ জানিয়ে আইওএমের মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো এক টুইটে বলেন, ‘‘লিবিয়া একটি অনিরাপদ জায়গা৷ সেখানে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে যাওয়া উচিত নয়৷’’

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানান, সাগর থেকে ৪৮৫জনকে উদ্ধার করে লিবিয়ার বেনগাজি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে৷ অভিবাসনপ্রত্যাশীরা কোন জায়গা থেকে ইউরোপের দিকে যাত্রা করেছিলেন বা তাদের মধ্যে কোন কোন দেশের নাগরিক রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংস্থাটি৷

এ বিষয়ে রয়টার্সের খবরে বলা হয়, গত বুধবার থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে সাগরে ভাসমান একটি নৌকার কোনো সন্ধান পাচ্ছিল না বেসরকারি সংস্থা অ্যালার্ম ফোন৷ ওইসময় লিবিয়ার উপকূল থেকে ৩২০ কিলোমিটার দূরে ইঞ্জিন বিকল হয়ে নৌকাটি সাগরে ডুবে যাচ্ছিল৷

পরে বৃহস্পতিবার ইতালির কোস্টগার্ড ভূমধ্যসাগর থেকে দুটি আলাদা অভিযানে এক হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে৷ কিন্ত অ্যালার্ম ফোন জানায়, তারা যে নৌকাটির সন্ধান পাচ্ছিল না ইতালির উপকূলরক্ষীদের উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীরা ওই নৌকার আরোহী ছিলেন না৷

আন্তর্জাতিক আইন অনুযায়ী, উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীরা নির্যাতনের মুখে পড়তে পারে এমন কোনো দেশে ফেরত পাঠানো আইন বর্হিভূত৷ কিন্তু আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই অভিবাসনপ্রত্যাশীদেরকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে৷ সূত্র: ইনফোমাইগ্রেন্টস।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *