Main Menu

তিনি কি পারবেন!

চৌধুরী হাফিজ আহমদ:
এরদোয়ান রিসেপ তাইয়িব সাহেব আজকে এক কঠিন পরিক্ষায় থাকবেন , তাহার হাতে কি সালতানাতের চাবি থাকবে , যে সালতানাত ইতিহাসের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ও ঈর্ষনীয় , তিনি যে চ্যালেঞ্জ মোকাবেলা করতেছেন তা হয়ত অনেকের পক্ষে সম্ভব হতনা।

এমন এক জায়গা থেকে হাফিজ সাহেব তুর্কি কে শাসন করতেছেন যেখানে ছিল একদম সকল নেশার আস্তানা ,এই মাত্র কয়দিন আগে ও আমার মনে পরে ইস্তানবুল এয়ারপোর্টে ছিল না সালাত আদায়ের কোন ব্যবস্তা মহিলারা হিজাব তো দূরে থাক উলঙ্গ হয়ে চলতে বাধ্য হত , পুরুষেরা দাড়ি রাখতে পারতোনা , নামে মাত্র কিছু মাসজিদ ছিল।

ইসলাম ধর্মের নিশানা পর্যন্ত কেউ ভয়ে ব্যবহার করতে পারতনা , পশ্চিমা হতে হতে এমন অবস্তা হয়েছিল বৈবাহিক সম্পর্কের ব্যবস্তা পরযন্ত বিলুপ্ত হচ্ছিল , তুর্কিতে চলছিল পশ্চিমাদের পইচাশিক তাণ্ডব , এত মরডান হচ্ছিল জলের বদলে চলত মদ ও ওয়াইনের ব্যবহার , আমি যখন তুর্কিতে যেতাম তখন ইসলামের কথা বললে এয়ারপোর্টে মুখে আঙ্গুল দিয়ে বলত আওয়াজ না চুপ , উই আর অল নিউট্রাল , মরডান , তুর্কি ভাসা থেকে আরাবিক শব্দ তুলে বানানো হয়েছিল এক আজিব মিশালো ভাষা , বলতে গেলে অনেক লম্বা হবে সক্ষেপে যদি বলি তা হলে জনাব হাফিজ রিসেপ তায়িব এরদোয়ান সাহেব তুর্কি জাতি ও দেশ কে জাহান্নাম থেকে নিয়ে এসেছেন জান্নাতের দিকে ,তাহার দল একে পার্টি অত্যেন্ত শক্ত হাতেই এই চ্যেলেঞ্জ মোকাবেলা করে ক্ষমতায় টিকে আছেন।

দেশের জনগনের মধ্যে এখন সম্পূর্ণ ২ টি ভাগ , এক পক্ষ আধুনিকতার পক্ষে আরেক পক্ষে আগের মতই নিরপেক্ষতা বহাল রাখতে চায় , তবে শাইতানের ফন্দির মতই ইসলাম বহাল রেখেই চায় নিরপেক্ষতা কায়েম করতে , সেই দল আশা করছি এবারে ও বাতিল বলে গন্য হবে – এর কারন এখনকার তুর্কিতে জনমানুষের উন্নয়নে কাজ করছেন জনাব হাফিজ এরদোয়ান খুব দ্রুত গতিতে , এবং সেই উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে বিরুধী দল সহ বিদেশী শক্তি . এই সেহেপ পার্টি জনাব হাফিজ সাহেব কে ইজিপ্টের মুরসী সাহেবের মত কাঠগড়ায় নিয়ে ফাঁসি দিতে চায়।

আবার অন্যদিকে বিদেশী সংস্তা গোয়েন্দারা তাহাঁকে পাকিস্তানের ইমরান আহমেদ খান নিয়াজির মত নাজেহাল ও বেইজ্জত করতে চায় , তাহাদের এই চাল একবার বুমেরাং করে তিনি তুর্কি কে বাঁচিয়েছেন ধংসের হাত থেকে , এবারে ও আশা করি জনগনের রায় নিয়ে তাহাদের অর্থাৎ বাতিল শক্তিকে তিনি পরাজিত করবেন , এই শুভক্ষনের মুহূর্ত আর মাত্র কয়েক ঘণ্টা বাকি – নির্বাচন হচ্ছে এবং হবে বলে মনে করি , যদি ও বিদেশী সকল বাতিল শক্তি জান ও মাল নিয়েই ময়দানে প্রচারনায় লিপ্ত ও ব্যস্ত , আমি সকল অবস্তা পর্যবেক্ষণ করেই বলছি একেপ এর পাল্লা ভারী এবং জয় আসবেই ইনশাহআল্লাহ।

আমি নয় সকল শুভাকাঙ্ক্ষীরাই চায় তুর্কি আবার ফিরে আসুক আপন স্তানে যেখানে স্তাপিত হয়েছিল ইসলামের দুর্গ – বাতিল শক্তি যেন ফিরে না আসে সে জন্য আল্লাহর কাছে দোআ করছি আল্লাহ যেন সত্যের জয় এনে দেন তুর্কির জনগন কে , আমি সমর্থন করি হাফিজ সাহেব কে আশা করি তুর্কির জনগন ও তাহাকে জনরায় দিয়ে সত্য প্রতিস্টায় এগিয়ে আসবে আজ ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *