সাংবাদিক দিপনের পাশে যুক্তরাষ্ট্র কামরান স্মৃতি পরিষদ
সাংবাদিক দিপনের পাশে যুক্তরাষ্ট্র কামরান স্মৃতি পরিষদ।
দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সিলেটের সিনিয়র সাংবাদিক দেবব্রত রায় দিপনের পাশে দাঁড়ালো বদর উদ্দিন আহমদ কামরান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখা। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী সংগঠনের সদস্যদের মধ্য সংগৃহীত সহায়তার টাকা শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সাংবাদিক দিপনের বাসায় পৌছে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের সাবেক জননন্দিত মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের বড় সন্তান ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাস্ট হেল্প ফাউণ্ডেশনের চেয়ারম্যান ও চ্যানেল এস যুক্তরাজ্য ব্যুরো প্রধান সাংবাদিক মিজানুর রহমান মিজান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক পরিচালক মুকির হোসেন চৌধুরী, জাস্ট হেল্প ফাউণ্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বখত মুজমদার, ছড়াকার ও লোকনাথ ট্যুরিজমের স্বত্বাধিকারী পর্যটক নিরঞ্জন চন্দ্র চন্দ।
সহায়তা প্রদানকালে ডা. আরমান আহমদ শিপলু বলেন, নির্ভিক সাংবাদিকরা বেঁচে না থাকলে সমাজ হবে বসবাস অযোগ্য। দেবব্রত রায় দিপন প্রায় ২০ বছরের অধিক সময় সিলেটের সাংবাদিকতায় নিজের সততার এবং সাহসের স্বাক্ষর রেখেছেন। তাই তাঁর এই দূরাবস্থায় সমাজের সকল বিত্তবানদের তিনি পাশে আসার আহবান জানান।
Related News
সাংবাদিক মকসুদের ইন্তেকালে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক
সাংবাদিক মকসুদের ইন্তেকালে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশRead More
সাংবাদিক দিপনের পাশে যুক্তরাষ্ট্র কামরান স্মৃতি পরিষদ
সাংবাদিক দিপনের পাশে যুক্তরাষ্ট্র কামরান স্মৃতি পরিষদ। দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সিলেটের সিনিয়র সাংবাদিক দেবব্রত রায়Read More