“ইসলামের ঐতিহ্য ও সৌন্দর্য ফুটিয়ে তুলতে ক্যালিগ্রাফির ব্যাপক প্রসার ঘটাতে হবে”
নিউজ ডেস্ক:
সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সিলেট ক্যালিগ্রাফার’স এসোসিয়েশন আয়োজিত দু’দিন ব্যাপী ক্যালিগ্রাফি প্রদর্শনী আজ শনিবার বিকাল ৩ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে৷
শেখ সিরাজীর সভাপতিত্বে ও জাহিদ হুসাইন রাহিনের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ট্রাভেলসের চেয়ারম্যান খাজা মঈনুদ্দীন জালালাবাদী৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক ও সাংবাদিক সুলাইমান আহমদ হুজাইফা৷
ক্যালিগ্রাফির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন সিলেট ক্যালিগ্রাফার’স এসোসিয়েশনের সেক্রেটারি সায়ীদ তানভীর, উপদেষ্টা জামিল আহমদ, শিল্পী জাহিদ হাসান, শিহাব উদ্দিন৷
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যালিগ্রাফি শিল্পী মাহফুজ কাউসার, সাকিব আহমদ, সাহান আহমদ, কাশিম আহমদ, মিজানুর রহমান, মায়মুনা আক্তার, সুলতানা বেগম, সাওমা আক্তার প্রমুখ৷
প্রধান অতিথির বক্তব্যে খাজা মঈনুদ্দিন জালালাবাদী বলেন, ক্যালিগ্রাফি ইসলামের ঐতিহাসিক সৌন্দর্য৷ যার ব্যপক প্রচার আরবের দেশগুলোতে থাকলেও আমাদের বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে৷ অথচ ইসলামের দাওয়াতের জন্য ক্যালিগ্রাফি গুরুত্বপূর্ণ একটি মাধ্যম৷ সুতরাং সিলেটের প্রতিটি পর্যটনে ক্যালিগ্রাফি প্রদর্শন করা উচিৎ৷ যাতে মানুষের কাছে ক্যালিগ্রাফির সৌন্দর্য ফুটে ওঠে৷
বিশেষ অতিথির বক্তব্যে সুলাইমান আহমদ হুজাইফা বলেন, ডাকাত ও ডাক্তারের ছুরির মতোই স্পষ্ট পার্থক্য হলো সংস্কৃতি ও অপসংস্কৃতির। ইসলামী সংস্কৃতি মানবমনের সুকোমল অভিব্যক্তি বিকাশের পথে ভূগোল ও বিশ্বাসের সীমা ছাড়িয়ে পরিশীলিত ঐক্য ও বিবেকের জাগরণ ঘটায়। এর মধ্যে আরবি ও ইসলামী ক্যালিগ্রাফি অনন্য ভূমিকা রয়েছে । ক্যালিগ্রাফি পবিত্র কোরআনের অলংকরণ, মসজিদ স্থাপত্যশৈলী ও ইসলামী শিল্পসুষমার মূল্যবান চিত্ররূপ। ক্যালিগ্রাফির মাধ্যমে খুব সহজেই মানুষের কাছে ইসলামের সুন্দর ফুটিয়ে তোলা যায়৷ ক্যালিগ্রাফির প্রতিটি অক্ষর সৌন্দর্যপ্রিয় মানুষের হৃদয়ে আঘাত করে৷ তাই ক্যালিগ্রাফি ব্যপক প্রচার ও প্রসার ঘটাতে হবে৷
নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে অনুষ্ঠিত ক্যালিগ্রাফি প্রদর্শনী আজ শনিবার ও কাল রবিবার প্রতেহ দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে৷ আগামীকাল সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের অন্যতম শ্রেষ্ঠ ক্যালিগ্রাফার শিল্পী আরিফুর রহমান৷ চমৎকার প্রদর্শনী উপভোগ করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছে সিলেট ক্যালিগ্রাফার’স এসোসিয়েশনে সভাপতি সৈয়দ তানভীর আলম ও সাধারণ সম্পাদক কাজী সাইয়েদ তানভীর৷
Related News
যুক্তরাজ্য থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে: কিয়ার স্টারমার
যুক্তরাজ্য থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে: কিয়ার স্টারমার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘দ্য সান’ আয়োজিত একRead More
“ইসলামের ঐতিহ্য ও সৌন্দর্য ফুটিয়ে তুলতে ক্যালিগ্রাফির ব্যাপক প্রসার ঘটাতে হবে”
নিউজ ডেস্ক: সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সিলেট ক্যালিগ্রাফার’স এসোসিয়েশন আয়োজিত দু’দিন ব্যাপী ক্যালিগ্রাফি প্রদর্শনীRead More