Main Menu

মাতৃভাষা দিবসে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

মাতৃভাষা দিবসে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

মাতৃভাষা দিবসে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড.রাগীব আলী মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও ক্লাবের সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান, ক্রীড়া সম্পাদক এড. কামাল আহমদ, পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, কার্যনির্বাহী সদস্য মাহমুদ হোসেন খান, আব্দুল হাছিব, ক্লাবের সাধারণ সদস্য মুশাহিদ আলী, আলমগীর আলম।
সভায় বক্তারা বলেন, আমাদের মায়ের ভাষা বাংলা, ইতিহাসে কোনো জাতি ভাষার জন্য জীবন দেয়নি একমাত্র বাংলা ভাষার জন্য বাংলাভাষী মানুষই জীবন দিয়েছে। মাতৃভাষা বাংলা’র সর্বত্র প্রচলন করতে হবে। আজকের নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন ও পালন করতে হবে। অবাধ তথ্য প্রযুক্তির যুগে দেশের সর্বত্রে বাংলা ভাষার যথাযথ প্রয়োগ ও ব্যবহার নিশ্চিত করতে তারা সরকারের প্রতি আহবান জানান।
এরআগে বুধবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাব নেতৃবৃন্দ ও সদস্যরা ভাষা শহীদদের সম্মানে ফুলেল শ্রদ্ধা জানান।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *