সিরীয় অভিবাসীকে গুলি: গ্রিসকে ৮০ হাজার ইউরো জরিমানা
সিরীয় অভিবাসীকে গুলি: গ্রিসকে ৮০ হাজার ইউরো জরিমানা।
এক দশক আগে মানব পাচারকারীদের নৌকা তাড়া করতে গিয়ে গ্রিক উপকূলরক্ষীদের গুলিতে গুলিবিদ্ধ হন সিরিয়া থেকে আসা এক অভিবাসনপ্রত্যাশী৷ ওই ঘটনায় গ্রিসের বিরুদ্ধে রায় দিয়েছে ইউরোপের মানবাধিকার বিষয়ক আদালত৷
গুলিবিদ্ধ ওই যুবক ঘটনার এক বছরেরও বেশি সময় পর অর্থাৎ ২০১৫ সালের ডিসেম্বরে মারা যান৷ বেলাল টেলো নামের ওই অভিবাসী মৃত্যুকালে স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন৷
ফ্রান্সের স্ট্রাসবুর্গের আদালত মঙ্গলবার রায় দেয়ার সময় গ্রিস সরকারকে ৮০ হাজার ইউরো জরিমানা করেছে৷ বেলালের দুই সন্তান ও তার স্ত্রীর হাতে ক্ষতিপূরণ হিসেবে ওই অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছে ইউরোপের মানবাধিকার বিষয়ক আদালত৷
আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, গ্রিক উপকূলরক্ষীরা অভিযানের সময় প্রাণঘাতি আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ে আদালতের কাছে পর্যাপ্ত আইনি ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে এবং মানবাধিকার বিষয়ক ইউরোপীয় কনভেনশন লঙ্ঘন করেছে৷
সেদিন যা ঘটেছিল
২০১৪ সালের ২২ সেপ্টেম্বরের সকালে এজিয়ান সাগরের গ্রিক দ্বীপ সিরিমোসের দিকে আসছিল একটি ইঞ্জিনচালিত নৌকা৷ সেখানে ১৪ জন আরোহী ছিলেন৷ তাদেরই একজন বেলাল টেলো৷ নৌকাটিকে দেখতে পেয়ে থামার নির্দেশ দেয় গ্রিক উপকূলরক্ষীরা৷ কিন্তু নৌকাটির চালক সেই নির্দেশনা অমান্য করে৷
ঘটনার দিনের বর্ণনা ও আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, উপকূলরক্ষীরা নৌকাটিকে থামানোর চেষ্টায় সাতটি সতর্কীকরণ শট এবং ১৩টি গুলি ছুঁড়েছে৷ এতে অভিবাসীবাহী নৌকায় থাকা দুই সিরিয়ান নাগরিক আহত হয়েছিলেন৷ তাদের মধ্যে একজন বেলাল, তার মাথায় গুলি লেগেছিল৷ নৌকার আরেক যাত্রী কাঁধে গুলিবিদ্ধ হন৷ ওই নৌকার দায়িত্বে থাকা দুই তুর্কি নাগরিককে অভিবাসী চোরাচালানের অভিযোগে বিচারের পর দোষী সাব্যস্ত করেছে গ্রিসের একটি আদালত৷
বেলাল টেলো ২০১৫ সালের মার্চ পর্যন্ত গ্রিসের রোডস দ্বীপের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যায় ছিলেন৷ ওই বছরের আগস্টে উন্নত চিকিৎসার জন্য সুইডেনে নিয়ে যাওয়া হয় বেলালকে৷ সেই দেশটিতে থাকতেন তার স্ত্রী এবং সন্তানেরা৷ কিন্তু ডিসেম্বরে মারা যান তিনি৷
আদালতের পর্যবেক্ষণ
আদালত জানিয়েছে, নৌকাটি থামাতে এবং এর ক্যাপ্টেনকে আটক করতে উপকূলরক্ষীরা মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করে৷
আদালত আরো জানিয়েছে, উপকূলরক্ষী কর্মকর্তারা গুলি চালানোর সময় ‘নৌকায় অন্য কোনো যাত্রী ছিলেন কিনা তা যাচাইয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি৷’
ওই ঘটনার তদন্তে গ্রিক কর্তৃপক্ষের দুর্বলতাগুলো ইউরোপীয় আদালতের রায়ে উঠে এসেছে বলে জানিয়েছে গ্রিসে আসা আশ্রয়প্রার্থীদের আইনি সহায়তা দেয়া সংস্থা রিফিউজি সাপোর্ট এজিয়ান৷ সংস্থাটি বেলালের মামলাটিও দেখভাল করেছে৷ তারা বলেছে, ‘‘উপকূলরক্ষীদের অভিযান পরিকল্পনা ও বাস্তবায়নে এবং সমুদ্রে মানবাধিকার লঙ্ঘনের তদন্তে পদ্ধতিগত ঘাটতির বিষয়টি এই ঘটনার মধ্য দিয়ে ভালভাবে নথিভুক্ত হয়েছে৷’’
সংঘাত, দারিদ্য আর ক্ষুধা থেকে পালিয়ে উন্নত জীবনের আশায় ইউরোপে আসতে চান মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকেরা৷ তাদের কাছে তুর্কি উপকূল হয়ে গ্রিক দ্বীপগুলো অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে৷
কিন্তু গ্রিক উপকূলরক্ষীরা এজিয়ান সাগর হয়ে আসা আশ্রয়প্রার্থীদের অধিকার খর্ব করে তাদের পুশব্যাক বা জোর করে ফিরে যেতে বাধ্য করে বলে অভিযোগ রয়েছে৷ এই অভিযোগ অবশ্য অস্বীকার করে আসছে গ্রিস সরকার৷
Related News
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More
অনিয়মিত সীমান্ত পারাপারে রোমানিয়ায় আটক ৭৩৫, শীর্ষে বাংলাদেশিরা
অনিয়মিত সীমান্ত পারাপারে রোমানিয়ায় আটক ৭৩৫, শীর্ষে বাংলাদেশিরা অনিয়মিতভাবে সীমান্ত পাড়ি দেয়ার অভিযোগে চলতি বছরেরRead More