আমিরাতে প্রবাসীদের এনআইডি প্রদান কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম মঙ্গলবার (৩০ মে) দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে শুরু হয়েছে।
আটজন প্রবাসীকে পরীক্ষামূলকভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। এনআইডি প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির বলেন, এই কার্যক্রম সফল হলে প্রায় ৪০ দেশে ধারাবাহিকভাবে এনআইডি প্রদানের কাজ করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। পাসপোর্টের সঙ্গে মিল রেখে জাতীয় পরিচয়পত্র হলে প্রবাসীদের সমস্যাও লাঘব হবে।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম হুমায়ুন কবির আরও বলেন, দেশ আজ সমৃদ্ধ ও অনেকদূর এগিয়েছে। প্রবাসীদের সরকার অনেক সুযোগ-সুবিধা দিচ্ছে। তারই ধারাবাহিকভাবে জাতীয় পরিচয়পত্র দেওয়ার কাজ দ্রুত চলমান রয়েছে। টেকনিকাল সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে প্রবাসীদের সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
Related News

মৃত্যুর ৫ দিন পর দেশে এলো দুবাই প্রবাসী মামুনের মরদেহ
নিউজ ডেস্ক: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পাঁচ দিন পর দুবাই প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আলRead More

বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই
নিউজ ডেস্ক: বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে ডিপ্লোম্যাটিক ও সার্ভিস/অফিসিয়াল পাসপোর্টধারী ব্যক্তিগণের ক্ষেত্রে ভিসা অব্যাহতি সংক্রান্তRead More