Main Menu

আমিরাতে প্রবাসীদের এনআইডি প্রদান কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম মঙ্গলবার (৩০ মে) দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে শুরু হয়েছে।

আটজন প্রবাসীকে পরীক্ষামূলকভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। এনআইডি প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির বলেন, এই কার্যক্রম সফল হলে প্রায় ৪০ দেশে ধারাবাহিকভাবে এনআইডি প্রদানের কাজ করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। পাসপোর্টের সঙ্গে মিল রেখে জাতীয় পরিচয়পত্র হলে প্রবাসীদের সমস্যাও লাঘব হবে।

প্রধান অতিথির বক্তব্যে এ কে এম হুমায়ুন কবির আরও বলেন, দেশ আজ সমৃদ্ধ ও অনেকদূর এগিয়েছে। প্রবাসীদের সরকার অনেক সুযোগ-সুবিধা দিচ্ছে। তারই ধারাবাহিকভাবে জাতীয় পরিচয়পত্র দেওয়ার কাজ দ্রুত চলমান রয়েছে। টেকনিকাল সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে প্রবাসীদের সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন করতে হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *