Main Menu

লন্ডনে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজুকে সংবর্ধনা

বিদেশবার্তা২৪ ডেস্ক:
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কৃতি সন্তান, কুলাউড়ার মাটি ও মানুষের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল জব্বারের ছেলে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার আবু জাফর রাজু সংবর্ধনা দিয়েছে কুলাউড়াবাসী ইউকে। এ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি সিতাব চৌধুরীর সভাপতিত্বে এবং লিটন আহমেদ ও সৈয়দ এমদাদ রুহিনের যৌথ সঞ্চালনয় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা হাফেজ আব্দুল ওয়াদুদ। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী , ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম , টাওয়ার হ্যামলেট কাউন্সিলার ইকবাল হোসেন, বিবিটি এ ইউকের সভাপতি আবু হোসেন, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি মিসবাহ উদ্দিন কামাল।

সভায় বক্তারা বলেন, আবু জাফর রাজুর হাত ধরে বর্তমান কুলাউড়ার উন্নয়নকে অব্যাহত রাখার জন্য আগামীতে কুলাউড়াবাসী এমপি হিসেবে দেখতে চায়।

আবু জাফর রাজু বলেন, প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রায় তিন কোটি টাকার মত অনুদান প্রদান করেন এবং ৪৫ টি প্রাইমারি স্কুল মেরামত বাবদ অনুদান, ১২ টি হাই স্কুল ও কলেজ বিল্ডিংয়ের বরাদ্দ দেওয়া হয়, শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের অনুদান, কুলাউড়া শহরের রাস্তা ৪ লাইনে অনুমোদন, কুলাউড়া হাসপাতালকে একশ শস্যায় উন্নতিকরণ এবং দশতালা বিল্ডিং অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এ আয়োজন সফল হয়েছে তাদেরকে আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। সকল কুলাউড়াবাসীর কাছে কৃতজ্ঞ।

সভায় বক্তব্য রাখেন শাহীন চৌধুরী, কামাল ইবনে শহীদ চৌধুরী, জুবায়ের সিদ্দিকী সেলিম, ফজল আহমেদ ফজলু , সময় টিভি ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবু, ডাইরেক্টর কুলাউড়া হেল্পিং হ্যান্ডস ইউকে জাহাঙ্গীর কবির ডাবলু ,সাবেক সাধারণ সম্পাদক কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, ফাউন্ডার মেম্বার আব্দুল জব্বার স্মৃতি সংসদ বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে আতিকুর রহমান জুনেল , সৈয়দ ইশতিয়াক আহমেদ, সৈয়দা নাজনিন সুলতানা শিখা , মেহের নিগার , বিশিষ্ট লেখক গোলাম কবির প্রমুখ।

সভায় আরো উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, হুমায়ূন সাহান, মো: জাকির হানাফী ,মো: আলী রাশেদ,মিসবাহ উদ্দিন রবিন,আজির উদ্দিন তালুকদার,রায়হান আহমেদ, সাবেক ছাত্র নেতা এনামুল ইসলাম, সাবেক ছাত্র নেতা লুৎফুর রহমান পারভেজ, লুৎফুর রহমান রিপন, বিশিস্ট ব্যাবসায়ী আরাফাত হোসেন খছরু, মাসাদুর রহমান সুমন, সাবেক ছাত্র নেতা শাহা আব্দুল মতলিব, সাবেক ছাত্র নেতা ফয়জুল ইসলাম, মোহাম্মদ ইখতিয়ার খান, মতিউর রহমান রানা, মুহিবুর রহমান মুহাদ্দিস, মুহাম্মদ আলাউদ্দিন, মুন্সী আখতার হুসেন, আবু তাহের আহাদ, শরকত আলী, ফাহিম আহমেদ, ইউকে কার্গো সত্ত্বাধিকার আতিকুর রহমান, আলী আমজাদ , মুসলেহ উদ্দিন নাঞ্জু , লুৎফুর রহমান সায়াদ, ফারহান সাদিক খান, আফসার খান সাদেক, মাহমুদ আলী, শাহজাহান রাজা, আব্দুল জলিল ফারুক , ফারহাদ আলম , আব্দুর রাজ্জাক , মন্তাজ মিয়া সহ প্রমুখ।

পরিশেষে দোয়া পাঠ করেন মুফতি সৈয়দ মাহমুদ আলি এবং সভাপতি বক্তব্যর মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *