গুগল ও মাইক্রোসফটে চাকরি পেলেন শাবির দুই ছাত্র

নিউজ ডেস্ক:
বিশ্বের অন্যতম টেক জায়ান্ট প্রতিষ্ঠান (গুগল) এবং মাইক্রোসফট চাকরি পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী। তাদের মধ্যে গুগলে চাকরি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মাকসুদ হোসাইন এবং মাইক্রোসফটে চাকরি পেয়েছেন একই বিভাগের শিক্ষার্থী কাজী নাঈম।
গুগলে চাকরি পাওয়া সাবেক শিক্ষার্থী মো. মাকসুদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, এতটুকু আসতে পেরে অনেক খুশি লাগছে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে এ পর্যন্ত এসেছি। এজন্য আমার বাবা-মা, শিক্ষক, সহপাঠীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
Related News

তুরস্কে ভূমিকম্প: দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ
বিদেশবার্তা২৪ ডেস্ক: সোমবার ভোরে সিরিয়া ও তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তুরস্কেরRead More

শাবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি, অস্ত্রের মহড়া
নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনাRead More