Main Menu

পরীক্ষার হলে টিকটক ভিডিও ধারণ, ৩ ছাত্র বহিষ্কার

নিউজ ডেস্ক:
সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজে পরীক্ষার হলে টিকটক ভিডিও ধারণ করায় তিন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৩০ মে) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ছালিক মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাকের হাসান (ক্লাস রোল নং-১৯০), মো. রায়হান আহমদ (ক্লাস রোল নং-১৯২) ও ইফতি আজাদ মিছবাহ (ক্লাস রোল নং-১৯৩)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের দ্বাদশ শ্রেণির প্রস্তুতিমূলক পরীক্ষা (২০২২) চলাকালে কক্ষে ভিডিওচিত্র ধারণ করার অপরাধে তিন শিক্ষার্থীকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজ কর্তৃপক্ষ আরও জানান, ভবিষ্যতে শিক্ষার্থীরা পরীক্ষার হলে বা শ্রেণি কক্ষে কিংবা কলেজ ক্যাম্পাসে কোনো ধরণের ভিডিওচিত্র ধারণ করলে অথবা টিকটক ভিডিও করার তথ্য পাওয়া গেলে কলেজ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। এছাড়া মঙ্গলবার (৩১ মে) থেকে পরীক্ষার হলে কোনো শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করলে তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *