Main Menu

তথ্যপ্রযুক্তি খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

তথ্যপ্রযুক্তি ডেস্ক: তথ্যপ্রযুক্তি খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ পরিবর্তন আসছে সরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি তরুণদের নানান উদ্যোগ আর প্রচেষ্টায় ।বর্তমান প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রাজধানীর আইসিটি টাওয়ারে ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে বলেন, ‘ডিজিটাল সেবার বিস্তৃতি ও উন্নতি ঘটিয়ে বাংলাদেশ আগামী পাঁচ বছরে জাতিসংঘের ই-গভর্ন্যান্স উন্নয়ন সূচকে সেরা ৫০টি দেশের তালিকায় থাকবে। ই-গভর্ন্যান্সের জাতীয় ইনডেক্সে আমরা এখন ১১৫ নম্বরে আছি। আগামী পাঁচ বছরে আমরা আরও ৫০ ধাপ উন্নতি করে দুই অঙ্কের সংখ্যায় আসব, এমন লক্ষ্যমাত্রা আমাদের। ১০ বছর আগে আমরা ডিজিটাল বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। তখন অনেকেই বুঝতে পারেনি যে ডিজিটাল বাংলাদেশ কী? তবে অল্প সময়ের মধ্যেই আমরা তাদের ভুল প্রমাণ করেছি। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব।

আজ যা দেখছেন, তা ডিজিটাল বাংলাদেশের সামান্য কিছু। আরও অনেক কিছু আমরা করেছি এবং সামনে করব।’ আর এই লক্ষ্য ও উদ্দেশ্যগুলো বাস্তবায়নের আমাদের দেশে তৈরি হচ্ছে বিভিন্ন আইটি প্রতিষ্টান। আমাদের সিলেট বিভাগে বর্তমান সরকার এর অধিনে “বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, সিলেট এর প্রাথমিক অবকাঠামো নির্মাণ ’’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন এর কাজ চলছে। সিলেটের মধ্যে বিভিন্ন সুনামধন্য আইটি প্রতিষ্টান রয়েছে যে গুলো বর্তমান সরকার এর পাশাপাশি নিজেদের উদ্যোগে আমাদের দেশের তরুণদের তথ্যপ্রযুক্তি খাতে দ্রুত এগিয়ে যেতে সাহায্য করছে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছে যার মধ্যে দেলোয়ার আইটি একটি সুনামধন্য আইটি প্রতিষ্ঠান । মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা 2022 উপলক্ষে অনেকগুলো স্টল এর মধ্যে ৩৯ ও ৪০ নম্বর স্টলটি দেলোয়ার আইটি পক্ষ থেকে বিভিন্ন আকর্ষণীয় সার্ভিসের মাধ্যমে সাজানো হয়েছে। দেলোয়ার আইটিঃ দেলোয়ার আইটি সিলেটে একটি সুনামধন্য আইটি প্রতিষ্ঠান । এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য ট্রেনিং এর মাধ্যমে সিলেটে দক্ষ ফ্রিল্যান্সার তৈরী করা এবং অনলাইন সকল ধরনের সার্ভিস প্রদান করা ।তারই ধারাবাহিকতায় দীর্ঘ ৪ বছর যাবত ১৪০০ এর বেশি দক্ষ ফ্রিল্যান্সার তৈরী হয়েছেন দেলোয়ার আইটির হাত ধরে । এছাড়াও দেলোয়ার আইটি অনলাইন সার্ভিস প্রদানের মাধ্যমে গ্রাহককে সেবা প্রদান করে আসছে।যার মধ্যে যেকোনো ধরনের ওয়েব সাইট তৈরি (ই-কমার্স, ইনভেন্টরি ,মেডিকেল সফটওয়্যার ইত্যাদি) করা হয় , গ্রাফিক্স ডিজাইন ,ডিজিটাল মার্কেটিংসহ যাবতীয় ই-সেবা প্রদান করা হয় ।এছাড়াও দেলোয়ার আইটি ওয়েবসাইট থেকে অনলাইন অনেক সেবা প্রদান করা হয় ।

 

বিভিন্ন সফটওয়্যার এর প্রিমিয়াম ভার্সন https://delwarit.com/softwares , অলটাইম আপডেট সকল জবের খবর ,https://delwarit.com/blogs তথ্য প্রযুক্তির সর্বশেষ আপডেট সবার আগে এই ওয়েব সাইটে পাবেন । আপনার এরিয়ার মধ্যে দক্ষ ফ্রিল্যান্সার খুজে বের করা https://delwarit.com/freelancers ,ব্যবসায়িক খাতে ইনভেস্ট করার জন্য দক্ষ উদ্দ্যেক্তা এবং বিজনেস আইডিয়া পাওয়া যাবে দেলোয়ার আইটি ওয়েবসাইটে । ‘Be a freelancer be a enterprenuter’ এই শ্লোগান নিয়ে প্রতিষ্ঠানটি সাফল্যের সাথে দ্রুত এগিয়ে যাচ্ছে । দেলোয়ার আইটি আইটি সম্পর্কে আরও অনেক তথ্য পেতে ভিসিট করুণ এই সাইটে- https://delwarit.com/ স্মার্টসিটিঃ ওয়ান প্লাটফর্ম , অল সলিউশন ।”স্মার্টসিটি ফর লাইফ” বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃক মনোনীত দেলোয়ার আইটির একটি স্টার্টাপ মেগা প্রজেক্ট ।স্মার্টসিটির মাধ্যমে অনলাইন সকল ধরনের সুবিধা একটি প্লাটফর্ম থেকে পেয়ে যাবেন।শপিং,হোটেল’স,ভ্রমন,বাসা/ফ্লাট ভাড়া খোজা,হসপিটাল/ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট,রেস্টুরেন্ট সুবিধা, এডুকেশন (স্কুল ,কলেজ ,ইউনিভার্সিটি একটি প্লাটফর্মে) ইত্যাদি অনলাইন কার্যক্রম একটি প্লাটফর্মে নিয়ে আসা এবং দৈনন্দিন জীবনে অনলাইন সেবার মাধ্যমে সময় অপচয় রোধ করা স্মার্টসিটি টিমের প্রধান লক্ষ্য।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *