উত্তাল শাবিতে শিক্ষককে ফেনসিডিল দিতে গিয়ে আটক ২

নিউজ ডেস্ক:
উপাচার্যের পদত্যাগ দাবিতে উত্তাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ঠিক এই সময়ে বিশ্ববিদ্যায়ের এক শিক্ষকের জন্য ফেনসিডিল আনতে গিয়ে জাহিদুর রহমান নামে এক গার্ডসহ দুইজন আটক হয়েছেন।
আটক গার্ড উপাচার্যের বাসভবনের পাশের গেস্ট হাউসের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করেন।
সোমবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে ফেনসিডিল নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
আটক জাহিদ জানায়, একজন স্যার আমাকে বলেন- এক লোক একটি ওষুধ দেবে তা এনে দিতে। ওই শিক্ষকের কথামতো আমি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছ থেকে অপর লোকের দেয়া ওষুধ নিয়ে আসি। এটি ফেনসিডিল কিনা তা আমি জানতাম না। পরে শিক্ষার্থীদের জেরার মুখে জাহিদ ব্যবসায় প্রশাসন বিভাগের এক শিক্ষকের জন্য এটি নিয়ে এসেছেন বলে স্বীকার করেন।
পরে আটককৃতদের জালালাবাদ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষককে একাধিক ফোন দিলেও সাড়া পাওয়া যায়নি।
Related News

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৮ ফেব্রুয়ারি
নিউজ ডেস্ক: আগামী ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। রোববার (২৯ জানুয়ারি)Read More

প্রবাসীদের বাউবিতে ভর্তির সময়সীমা বাড়ল
নিউজ ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত বহিঃবাংলাদেশে এসএসসি ও এইচএসসি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষেRead More