Main Menu

অষ্টমবারের মতো সিআইপি নির্বাচিত হলেন সিলেটের মাহতাবুর রহমান

নিউজ ডেস্ক:
বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এনআরবি ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান এবং আল-হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজ-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাবুর রহমান বাংলাদেশ কর্তৃক ২০১৯ সালে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন।

২০১৯ সালে বৈধ চ্যানেলে অন্যান্য বৈদেশিক মুদ্রা প্রেরণকারীদের মধ্যে মোহাম্মদ মাহতাবুর রহমান সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা প্রেরণকারী।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ-এর সভাপতিত্বে ১৮ ডিসেম্বর শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন মোহাম্মদ মাহতাবুর রহমানের হাতে সিআইপি কার্ড ও সম্মাননা প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোহাম্মদ মাহতাবুর রহমান ২০১২ সাল থেকে টানা অষ্টমবারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *