খুন খারাবীতে বার্মিংহাম
চৌধুরী হাফিজ আহমদ:
বার্মিংহামের এশিয়ান এলাকা খ্যাত স্মলহীথ এলাকায় অপরাধ বেড়েই চলছে লাগানহীনতার এক নিস্টুর উদাহরন হচ্ছে অত্র এলাকা , কাউ কারো নয় ড্রাগ – দুর্নীতি – ভেজাল – মেয়েবাজী – চাপাবাজি – ধোঁকা – প্রতারণা এই সব এখন নিত্য কর্ম হয়ে দাঁড়িয়েছে , আজকে ও কোভেন্ট্রি রোডে খুন হয়েছে ২ টি চাকু সন্ত্রাসে আর ও ঘায়েল হয়েছেন কয়েকজন এমতাবস্তায় প্রায় সকলেই শঙ্কিত ।
পুলিশের টহল রত অবস্তায় ও হাতাহাতির ঘটনায় আতংক ছড়িয়ে পরেছে এলাকায় , বাধ্য হয়েই পুলিশ সাইড রোড গুলা বন্ধ করে রেখেছিল অর্ধ রাত পর্যন্ত , স্তানীয় বারমিং হাম লাইভ সুত্রে জানা গেছে এই সব সন্ত্রাস ও খুন হয়েছে মাদক ও মেয়ে ঘটিত ব্যাপারে , প্রায় ডজন এর মত নারী পুরুষ কে গ্রেফতার করা হয়েছে , স্তানীয় কাউন্সিলর ও এম পি রা বলেছেন এলাকায় পুলিশের উপস্তিতি বাড়ানো হয়েছে এবং অনুরুধ করেছেন এলাকাবাসীদের এই সব সন্ত্রাসীদের ব্যাপারে তথ্য দিয়ে এগিয়ে আসতে ।
এলাকাবাসী দের সাথে আলাপে জানা গেছে এই এলাকায় এখন শক্তির প্রয়োগ চলছে আইন ও কানুন কেউ মেনে চলছেনা , এশিয়ান এলাকা হওয়াতে শৃঙ্খলা নাই , যে যেমন করে পারছে শুধু টাকা কামাই করতেই ব্যস্ত । দোকান গুলাতে আকাশ ছোঁয়া মুল্য , পন্যের গুন গত মানের দিকে না দেখে সবাই প্রয়োজন মেঠাতেই ব্যস্ত , এমতাবস্তায় অপরাধ ক্রমেই বাড়ছে এর উপরে অবৈধ দের বেপরওয়া চলাফেরায় এলাকায় অশান্তি ই যেন নিয়মিত আনন্দে পরিনত হচ্ছে । এলাকায় সামাজিক সংঘটন গুলার এই ব্যাপারে নীরব ভুমিকা অনেক কে আহত করছে – অনেকের মতে সামাজিক ও ধর্মীয় সংঘটন গুলার তৎপরতা না থাকায় ই অপরাধ মাথাচারা দিয়ে উঠছে । এখনি যদি এই সব অপরাধের নায়কদের লাগাম টেনে না ধরা হয় তা হলে সামনে আর ভয়াবহ পরিস্তিতির শিকার হতে হবে অনেক কে ।
Related News
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More
অনিয়মিত সীমান্ত পারাপারে রোমানিয়ায় আটক ৭৩৫, শীর্ষে বাংলাদেশিরা
অনিয়মিত সীমান্ত পারাপারে রোমানিয়ায় আটক ৭৩৫, শীর্ষে বাংলাদেশিরা অনিয়মিতভাবে সীমান্ত পাড়ি দেয়ার অভিযোগে চলতি বছরেরRead More