বানিয়াচংয়ে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:
বানিয়াচংয়ে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার
হবিগঞ্জের বানিয়াচংয়ে জেরিন আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত জেরিন উপজেলা সদরের দেওয়ান দিঘির পাড় গ্রামের মো. সোহেল মিয়ার কন্যা। সে আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্টাফ কোয়ার্টারের একটি পরিত্যাক্ত ভবন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
সুত্র জানা যায়, জেরিন ঘর থেকে কাউকে কোন কিছু না বলে বের হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে অবশেষে স্টাফ কোয়ার্টারের একটি পরিত্যাক্ত ভবনে ঝুলন্ত অবস্থায় জেরিনকে দেখতে পান। পরে তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং থানায় খবর দেয়। থানা পুলিশ এসে সেই ঝুলন্ত লাশ উদ্ধার করেন। তবে কি কারণে জেরিন আত্মহত্যা করেছে কেউ কোন কিছু বলতে পারেনি।
বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করে জানান, ময়না তদন্তের মাধ্যমে এ ঘটনার বিস্তারিত জানা যাবে।
Related News

বিভাগীয় শহরে হবে শাবির ভর্তি পরীক্ষা
বিভাগীয় শহরে হবে শাবির ভর্তি পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষেরRead More

এসএসসির ফল প্রকাশ, যেভাবে জানবেন
এসএসসির ফল প্রকাশ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার বেলাRead More