ইতালির রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের প্রভাব
নিউজ ডেস্ক:
ইতালির রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের প্রভাব।
ইতালির মূলধারার রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের প্রভাব বেড়ে চলেছে। গত কয়েক বছরে দেশটির সিটি করপোরেশনগুলোতে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। তারই ধারাবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার ইউরোপীয় কোটায় সিনেটর পদে প্রার্থী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয় নাগরিক গোলাম মাওলা টিপু।
রোমের পার্লামেন্টে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নতুন প্রার্থীকে মর্যাদা দেয়ার কথা বলা হয় সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেঞ্জির দলের পক্ষ থেকে। সংসদ সদস্য মাস্সিমো উংগারো বলেন, আমরা ইউরোপকে ঐক্যবদ্ধ দেখতে চাই, ঐক্যবদ্ধ রাখতে চাই। পাশাপাশি নতুন ইতালিয়ানদের মর্যাদা দিয়ে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চাই।
এ সময় ইতালির সংস্কৃতি পুরো ইউরোপের সামনে তুলে ধরে একটি ঐক্যবদ্ধ ইউরোপ গঠনের কথা বলেন তিনি।
সিনেটর লাউরা গারাবিনি বলেন, ইতালির বাইরের দেশগুলোতে আমরা আমাদের ভাষা ও সংস্কৃতি তুলে ধরতে চাই। সে ক্ষেত্রে নতুন ইতালিয়ানদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
এদিকে নির্বাচনে জয়ী হলে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন সিনেটর প্রার্থী গোলাম মাওলা টিপু।
আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ইতালিতে বসবাসকারী নাগরিকরা ভোট দিতে পারবেন। তবে ইউরোপীয় কোটায় ইতালির বাইরের দেশে বসবাসকারী দেশটির নাগরিকরা আগামী ৭ সেপ্টেম্বর থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয়ার সুযোগ পাবেন।
Related News
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More