Main Menu

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক:
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।
বৃহস্পতিবার মহান বিজয় দিবস (১৬ই ডিসেম্বর) উপলক্ষে সকাল ৮ ঘটিকায় শেখঘাট তালতলাস্থ ইউনিভার্সিটি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ড. মোঃ ইলিয়াস উদ্দিন বিশ্বাস’র সভাপতিত্বে উক্ত ইউনিভার্সিটির রেজিস্ট্রার শাহাজাদা আল সাদিকের
সঞ্চালনায়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড রঞ্জিত কুমার দে, এবং ব্যবসায় অনুষদের ডীন প্রফেসর তানভীর আহমেদ চৌধুরী,পরীক্ষা নিয়ন্ত্রক, শামস এলাহী রাসেল। স্বাগত বক্তব্য রাখেন বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক ও আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান,ড. মোঃ নায়ীম আলীমুল হায়দার।

আলোচনা সভা শেষে ইউনিভার্সিটি থেকে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরের বীর শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *