গুগল ম্যাপ অনুসরণ করে গাড়ি নিয়ে নদীতে ২ যুবক
গুগল ম্যাপ অনুসরণ করে গাড়ি নিয়ে নদীতে ২ যুবক
মাঝরাতে হাসপাতালে যাচ্ছিলেন ভারতের কেরালার কাসারাগোদ এলাকার দুই যুবক। রাস্তা না চেনায় গুগল ম্যাপের দেখানো পথেই যাচ্ছিলেন তারা।
কিন্তু শেষ পর্যন্ত গুগল ম্যাপের দেখানো সেই পথ তাদের গাড়িসহ নদীতে নিয়ে ফেলল। খরস্রোতা ওই নদীতে গাড়িটি ভেসে যাওয়ার সময় সৌভাগ্যক্রমে একটি গাছের সঙ্গে আটকে যায়। এতে প্রাণে বাঁচেন ওই যুবকেরাও।
রোববার (৩০ জুন) গাড়িটি নদী থেকে উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রাণে বাঁচা যুবকেরা জানিয়েছেন, গুগল ম্যাপ দেখে তারা কর্ণাটকের একটি হাসপাতালে যাচ্ছিলেন।
আব্দুর রশিদ একজন জানান, দুর্ঘটনার আগে গুগল ম্যাপ তাদের একটি সরু রাস্তার দিকে নির্দেশ করেছিল।
একটি টেলিভিশন চ্যানেলকে রশিদ বলেন, ‘গাড়ির হেডলাইটের আলোয় আমরা সামনে কিছু পানি দেখেছি। তবে বুঝতে পারিনি যে, উভয় পাশে একটি নদী এবং মাঝখানে একটি সেতু রয়েছে। সেতুটির আবার কোনো রেলিং নেই।’
উল্লেখ্য, গুগল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, তাদের মানচিত্র প্রতিনিয়ত আপডেট করা হয়। প্রতিদিন এমনকি প্রতি সেকেন্ডে এটি হয়ে থাকে।
এই কাজ করতে গিয়ে গুগল স্যাটেলাইট থেকে পাওয়া ছবি, রাস্তার দৃশ্যমান গাড়ি, মানচিত্র ব্যবহারকারী এবং স্থানীয় ব্যবসার মালিকদের নতুন তথ্য সংগ্রহ করে।
এছাড়াও গুগল ম্যাপের একটি নিবেদিত দল আছে যারা প্রতিদিন কাজ করে যাচ্ছে ডেটার নির্ভুলতা নিশ্চিত করতে। তবে এই প্রচেষ্টাগুলো অনেক সময় মানচিত্রকে সঠিক রাখার জন্য যথেষ্ট না-ও হতে পারে।
গত মাসে ভারতেরই হায়দরাবাদে এ ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল। সে যাত্রায় দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের উদ্ধার করা হলেও ভেসে যায় তাদের গাড়িটি।
Related News
আইএমসি ও ডি-ডব্লিউ একাডেমির আয়োজনে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা
আইএমসি ও ডি-ডব্লিউ একাডেমির আয়োজনে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা গণমাধ্যম ইন্সটিটিউট এর আয়োজনে ও ডিRead More
ফয়সল আহমদ চৌধুরীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়
ফয়সল আহমদ চৌধুরীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় বারাকা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক সিলেট মিররেরRead More