সৌদিতে বাংলাদেশি কোম্পানির বার্ষিক সাধারণ সভা

সৌদিতে বাংলাদেশি কোম্পানির বার্ষিক সাধারণ সভা। সৌদি আরবে বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি ফাইজা ফুড এন্ড বেভারেজ লিমিটেডের মাসিক সভা শনিবার রাজধানী রিয়াদের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন, ফারুক খান।
এতে প্রধান অতিথি ছিলেন মাদার আল কাদেসিয়া ট্রেডিং কোম্পানি ও আরবিট ফুডস লিমিটেডের পরিচালক আশফাক পোলানি।
বিশেষ অতিথি ছিলেন আব্দুল্লাহ আল মামুন, আমিনুল ইসলাম নয়ন, ও এমদাদ মেধা। বক্তব্য দেন ফাইজা ফুড এন্ড বেভারেজ লিমিটেডের এস.ডি.ও আলম খান, মোজাম্মেল, রিপন, শহিদুল ইসলাম, শিপন, ও আমিনুল ইসলাম কবি।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মির আসিফ আহমেদ, রেজাউল, আফতাব, বাবু, মামুন, ও পারভেজ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পণ্য জানুয়ারি মাসে সবোর্চ্চ সেলস করায় আব্দুল্লাহ আল মামুনকে জুয়েলালি প্রদান করা হয়।
পরে প্রতিষ্ঠানটির পরিচালক মমিনুল ইসলাম রবিকে ফুল দিয়ে বরণ করেছেন,আবির, বৃষ্টি, এমদাদ মৃদা, নুসরাত জাহান, মাইসা, আরাফাত, আনাস, মোফাজ্জেল হোসেন, আজহারুল ইসলাম, পারভেজ আহমেদ, ও আখি আক্তার।
সভা শেষে বক্তারা বলেন, প্রবাসের মাটিতে বাংলাদেশি কোম্পানিটির সুনাম বৃদ্ধি করতে সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান। এসময়, প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মরাচীরা উপস্থিত ছিলেন।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More