ওমানে অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারে কঠোর অভিযান

নিউজ ডেস্ক:
ওমানে নতুন বছরের প্রথম দিনে অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহনী। শ্রম আইন তদারকির লক্ষ্যে দেশটির মাবেলা, আল ঘুবরা, আল আজাইবার বাংলা মার্কেট, সালালাহ, রুই, ওয়াদি কবির, হামরিয়াসহ প্রবাসী অধ্যুষিত প্রায় সব যায়গাতেই ব্যাপক তল্লাশি চালানো হয়েছে। অভিযানে নথিপত্র যাচাই বাছাই করে আইন লঙ্ঘনের দায়ে কয়েকশ প্রবাসীকে হেফাজতে নেয়া হয়েছে।
ওমানে অব্স্থানরত বাংলাদেশিরা জানান, এবারের অভিযানে ভিন্ন পোশাকের কর্মকর্তাদের উপস্থিতি অনেক বেশি। অনেক জায়গায় সিভিল পোশাকেও নজরদারি করতে দেখা গেছে। রাস্তাঘাটে ছিলো শ্রম মন্ত্রণালয়ের ইন্সপেকশন টিমের সরব উপস্থিতি।
বিভিন্ন দোকানপাট এবং প্রবাসীদের কর্মস্থলে গিয়ে প্রবাসীদের নথিপত্র যাচাই করেছেন কর্মকর্তারা। কোথাও অনিয়মের দেখা পেলেই প্রবাসীকে আটক করা হচ্ছে। তল্লাশি থেকে বাদ যাচ্ছেনা প্রবাসীদের বাসাবাড়িও। শ্রম মন্ত্রণালয় পরিচালিত কয়েকটি অভিযানে আইন লঙ্ঘনের দায়ে বেশ কয়েকজন প্রবাসীকে তাদের বাসা থেকেও গ্রেপ্তার করা হয়েছে।
টাইমস অফ ওমান এর প্রতিবেদনে বলা হয়, অবৈধ প্রবাসী শ্রমিকদের রুখতে গঠিত নতুন যৌথ ইউনিট বছরের শুরু থেকেই অভিযানের অংশ হয়ে কাজ করবে বলে আগেই জানিয়েছে। ধোফার শ্রম বিভাগের মহাপরিচালক নাসের বিন সালেম আল হাদরামি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এই ইউনিট প্রবাসীদের গ্রেপ্তার করে পুলিশ স্টেশনে আনা, পাবলিক প্রসিকিউশনে নিয়ে যাওয়া এবং ভিসা বাতিলের ক্ষেত্রে বিমানবন্দরে ছেড়ে আসবে।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More