Main Menu

ইউরো বাংলা বিজনেস ওয়ার্কশপে “নিজের একটি গল্প” বললেন ৭ উদ্যোক্তা

নিউজ ডেস্ক:
ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল ইউরো বাংলা বিজনেস ওয়ার্কশপ ২০২৩। গত শনিবার বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য প্রশিক্ষণমূলক এ ওয়ার্কশপের আয়োজন করা হয়। শাহ গ্রুপের সহযোগিতায় ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশনের আয়োজনে এ ওয়ার্কশপ সঞ্চালনা করেন ওমর ফারুক।

প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বরণ করে নেন এসোসিয়েশনের প্রেসিডেন্ট মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের দ্বিতীয় সচিব শারহাদ শাকিল। স্পিকার প্যানেলে ছিলেন, শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন, ইউরো বাংলা টেলিভিশনের চিফ কোর্ডিনেটর আবু তাহির , ইন্টারন্যাশনাল ডায়াস্পোরা নেটওয়ার্কের নির্বাহী প্রেসিডেন্ট গিলবার্ট ডেপে, বিজনেস লিগ্যাল অফিসার হাজ্বি দিয়াল্লো, একাউন্টিং বিশেষজ্ঞ অলিভিয়ার আদো, আমি ভয়াজেস এর সিইও তানজিম হোসেন, সাংবাদিক লুতফুর রহমান বাবু।

অভিজ্ঞ ব্যবসায়ীসহ ব্যবসায়ের নানা বিষয়ে এক্সপার্টবৃন্দ এতে অনলাইন উদ্যোক্তা ও ব্যবসা করতে আগ্রহী উপস্থিতির উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। অনলাইন উদ্যোক্তাদের মধ্যে এগিয়ে থাকা ৭ জনকে উৎসাহমূলক সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণকারী ৭ উদ্যোক্তা তাদের “নিজের একটি গল্প” শোনান উপস্থিত সবাইকে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *