আমিরাত প্রবাসী বাংলাদেশিদের দ্রুত পাসপোর্ট দিতে নতুন উদ্যোগ

নিউজ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সহজ ও দ্রুততম সময়ে পাসপোর্ট প্রদানের লক্ষ্যে আউট সোর্সিংয়ের উদ্যোগ নিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর থেকে দুবাইয়ের আল কারামায় অবস্থিত ফওয়া গ্লোবালের আধুনিক ও সুপ্রশস্ত শীতাতপ নিয়ন্ত্রিত সেবাকেন্দ্রের মাধ্যমে প্রাথমিকভাবে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সেবা প্রদান করা হবে।
প্রবাসীদের আল কারামার ফওয়া গ্লোবালের সেবাকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ কেন্দ্র থেকে সোমবার থেকে শুক্রবার সপ্তাহে পাঁচদিন সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত পাসপোর্ট সেবা নিতে পারবেন প্রবাসীরা।
কনস্যুলেটের প্রধান ফটক থেকে ফওয়া গ্লোবালে যাওয়া-আসার জন্য প্রতি ঘণ্টায় বিনামূল্যে শাটল সার্ভিসের ব্যবস্থা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More