দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকায় খোরশেদ আলম দিদার (৪৭) নামে এক প্রবাসী বাংলাদেশি সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে আফ্রিকার জোহানেসবার্গর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শুক্রবার ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউপির চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত খোরশেদ আলম দিদার (৪৭) ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিপুর গ্রামের আজিজুল হক মজুমদার লাতুর ছোট ছেলে।
ছাগলনাইয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, “দিদার জোহানেসবার্গের রজেটিনভিলে দীর্ঘদিন ধরে ব্যবসা করছিলেন। সেখানে গত মঙ্গলবার সন্ত্রাসীদের গুলিতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।”
ছুটিতে দেশে আসা নিহতের ভাস্তে আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি, তার বাবা ও দুই চাচা দক্ষিণ আফ্রিকায় প্রবাসী ছিলেন। গত ২০২২ সালের শুরুর দিকে বড় চাচা নজরুল ইসলাম মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়ে প্রবাসেই মারা যান। তার বাবা স্থায়ীভাবে দেশে ফিরে আসেন। ছোট চাচা দিদার সে দেশের সন্ত্রাসীদের হাতে গুলিতে নিহত হন।
১৪ বছর ধরে প্রবাসে থাকা খোরশেদ আলম দিদারের বাড়িতে বাবা-মা ছাড়াও স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তার মরদেহ দ্রুত দেশে আনার জন্য বাংলাদেশি দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন নিহতের পারিবার।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More