Main Menu

কাতারে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশিদের ব্যবস্থা নেয়ার আশ্বাস

নিউজ ডেস্ক:
ফিফা বিশ্বকাপ পরবর্তী কাতারে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশিদের বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন দেশটির আমির শেখ তামিম ইবনে হামাদ আল থানি। প্রধানমন্ত্রীর কাতার সফরকালে তার সঙ্গে আমিরের সাক্ষাতে এ আশ্বাস দেয়া হয়েছে।

বুধবার (২১ জুন) দুপুরে সরকারি বাসভবন গণভবনে সাম্প্রতিক সুইজারল্যান্ড ও কাতার সফর সম্পর্কে দেশবাসীকে অবহিত করতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪-১৫ জুন সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগ দিতে দেশটি সফর করেন। তার আগে গত ২৩-২৫ মে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে যোগ দেন সরকারপ্রধান।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *