Main Menu

ওয়াজিদ আলী স্মৃতি এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ সম্পন্ন

নিউজ ডেস্ক:
২০২৩ – ২৫ সালের ওয়াজিদ আলী স্মৃতি এডুকেশন ট্রাস্টের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও ৩১ তম প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদত্র বিতরন অনুষ্ঠিত হয়েছে।
৩ জুন শনিবার বিশ্বনাথের বৃহত্তর কামাল বাজার এলাকার আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংস্থার সভাপতি ও তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুক আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন কামাল বাজার ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী।
স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি পরীক্ষার প্রতিষ্ঠাতা মকব্বির আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি গোলাম রব হাসনু, গ্রেটার কামাল বাজার স্পোর্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সভাপতি সামছুল হক, ক্রীড়া সম্পাদক এনামুল হক, মাক্কু, ট্রাস্টের পরীক্ষা নিয়ন্ত্রক মো: আজম আলী মাস্টার।

এসময় উপস্হিত ছিলেন শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ, নতুন কমিটির সদস্যবৃন্দ এবং বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য জান্নাতুল তাছকিয়া মাইশা।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংস্থার সংগঠনিক সম্পাদক আহমদ আলী ।
স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মাসুদ আলম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মুনতাহা ওকেয়া নাবা এবং নাবিল হক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত ৩২ বছর যাবত বৃত্তি পরীক্ষা চালিয়ে যাওয়া সত্যিই প্রশংসনিয়।
এটিকে বাচিয়ে রাখতে পারলে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার মানউনন্নয়ন হবে আশা করছি।
অনুষ্ঠানে নতুন কমিটির শপথ পাঠ করান প্রধান অতিথি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *