পোল্যান্ড সীমান্তে আটকাপড়া অভিবাসীদের ফিরতে দিচ্ছে না বেলারুশ

বিদেশবার্তা২৪ ডেস্ক:
বেলারুশের সঙ্গে থাকা পোল্যান্ড সীমান্তে তিন দিন ধরে আটকা পড়েছেন শিশুসহ অন্তত ৩০ জন অভিবাসনপ্রত্যাশী৷ আটকাপড়া এসব অভিবাসনপ্রত্যাশীদের বেলারুশ ফিরতে দিচ্ছে না বলে অভিযোগ করেছে পোলিশ মানবাধিকারকর্মীরা৷
পোল্যান্ডের গ্রুপা গ্রানিকা (বর্ডার গ্রুপ) নামের মানবাধিকার সংস্থাটি রোববার জানিয়েছে, ছোট্ট শিশুসহ অন্তত ৩০ জন অভিবাসীর একটি দল বেলারুশের সঙ্গে পোল্যান্ডের সীমান্ত প্রাচীরে তিন দিন ধরে আটকে আছেন৷
যদিও অভিবাসীরা পোল্যান্ডের সীমানার বাইরে ছিল, গ্রুপা গ্রানিকার মানবাধিকার কর্মীদের দাবি, ওই অভিবাসনপ্রত্যাশীদের দলটি পোল্যান্ডের ভূখণ্ডে ছিলেন এবং বেলারুশ তাদের ফিরে যেতে দিচ্ছে না।
সীমান্তে আটকাপড়া ওই দলটির সঙ্গে দেখা করার পর বার্তা সংস্থা এপির সঙ্গে কথা বলেন গ্রুপা গ্রানিকার মানবাধিকারকর্মী মার্তা স্টানিৎসভেস্কা৷ তিনি বলেন, ‘‘বেলারুশে তারা (অভিবাসনপ্রত্যাশীরা) নিরাপদ নন৷’’
তিনি বলেন, ‘‘অভিবাসীরা আমাদের জানিয়েছেন, বেলারুশ সীমান্তরক্ষীরা তাদের হুমকি দিয়েছেন৷ যদি তারা বেলারুশের দিকে ফিরে যান, তাহলে তাদের মারধর করা হবে৷ এমনকি হত্যা করা হবে বলেও হুমকি দিয়েছেন সীমান্তরক্ষীরা৷’’
অভিবাসীরা গ্রুপা গ্রানিকাকে আরো জানিয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন৷ একটি মেয়ে দাঁতের ব্যথায় তীব্র কষ্ট পাচ্ছেন৷ আর তাদের সঙ্গে থাকা শিশুরা মশার কামড় খাচ্ছেন৷
পোল্যান্ডের স্থানীয় একটি প্রতিনিধি দল রোববার সীমান্তে আটকাপড়াদের সঙ্গে দেখা করেছেন৷ ফিরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেছেন, ‘‘আটকাপড়া অভিবাসনপ্রত্যাশীদের পোল্যান্ডে প্রবেশের অনুমতি দেয়া হবে কিনা, সে বিষয়ে পোলিশ সীমান্তরক্ষীরা সিদ্ধান্ত নেবেন৷’’
প্রতিনিধি দলের এক সদস্য মাচি গ্রেসভিয়াক বলেন, ‘‘অভিবাসনপ্রত্যাশীরা যদি পোলিশ সীমান্তরক্ষীদের এখতিয়ারের মধ্যে পড়েন এবং আন্তর্জাতিক সুরক্ষার দাবি করেন, তবে… এ ধরনের আবেদন গ্রহণ করা উচিত৷’’
গেল বছর বেলারুশের সঙ্গে থাকা সীমান্তে ১৯০ কিলোমিটার দীর্ঘ ধাতব প্রাচীর বসিয়েছে পোল্যান্ড৷ মূলত, বেলারুশ হয়ে এশিয়া ও আফ্রিকার দেশগুলো থেকে আসা হাজারো অনিয়মিত অভিবাসীর প্রবেশ বন্ধ করাই ছিল এই প্রকল্পের উদ্দেশ্য৷
ইউরোপীয় ইউনিয়নের দেয়া নিষেধাজ্ঞার প্রতিশোধ নিতেই বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো অনিয়মিত অভিবাসীদের সীমান্ত পারাপারে সহযোগিতা করছে বলে অভিযোগ করে আসছে ইইউ৷ তবে ইইউ-এর এমন অভিযোগ অস্বীকার করেছেন লুকাশেঙ্কো৷
সম্প্রতি এ প্রসঙ্গে কথা বলেছেন পোল্যান্ডের সবচেয়ে শক্তিশালী রাজনীতিবিদ এবং দেশটির ডানপন্থি ক্ষমতাসীন দলের প্রধান ইয়ারোস্লাভ কাৎসিনস্কি৷ তিনি বলেন, প্রাচীর নির্মাণের সিদ্ধান্তটি যথার্থ ছিল৷ তার মতে, এই ধাতব সীমান্ত প্রাচীরটি বেলারুশ এবং রাশিয়ার বৈরি পদক্ষেপ থেকে পোল্যান্ড এবং ইইউকে রক্ষা করছে।
পোলিশ সীমান্তরক্ষীরা জানিয়েছে, প্রাচীর তৈরির পরেও প্রতিদিন বিভিন্ন দেশ থেকে গড়ে অন্তত ১৫০ জন অভিবাসনপ্রত্যাশী অনিয়মিতভাবে পোল্যান্ডে প্রবেশের চেষ্টা করেন৷ তাদের বেশিরভাগের পাসপোর্টে রাশিয়ান ভিসা থাকে বলেও দাবি করেছে পোলিশ সীমান্তরক্ষীরা৷ কোনো কোনো ক্ষেত্রে, অভিবাসীরা প্রাচীরের অপরদিক থেকে সীমান্তরক্ষীদের লক্ষ্য করে পাথর, লাঠি ছুঁড়ে মারেন বলেও জানিয়েছে তারা৷
Related News

ওমরাহ পালনে নারীদের পোশাক নির্ধারণ করে দিল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা শরীফে ওমরাহ করতে যাওয়া নারীরা কী ধরণের পোশাকRead More

অনিয়মিত অভিবাসন নিয়ে নতুন ভাবনায় সুইডেন
নিউজ ডেস্ক: সুইডেনে অবস্থানরত অনিয়মিত অভিবাসীদের প্রশাসনিক পরিস্থিতি সম্পর্কে জানানো বাধ্যতামূলক করা নিয়ে একটি প্রস্তাবRead More