সৌদি আরবে গৃহকর্মীদের জন্য স্বাস্থ্যবীমা অনুমোদন
নিউজ ডেস্ক:
সৌদি আরবের মন্ত্রীদের কাউন্সিল দেশটির গৃহকর্মীদের স্বাস্থ্যবীমার আবেদন মঙ্গলবার অনুমোদন করেছে। সৌদি আরবের কোন ব্যক্তি যদি তার বাড়িতে ৪ জন বার তার বেশি সংখ্যক গৃহকর্মী নিয়োগ দেয়, সেক্ষেত্রে এই স্বাস্থ্যবীমা কার্যকর হবে।
জেদ্দার আল-সালাম প্রাসাদে অনুষ্ঠিত মন্ত্রিসভার অধিবেশনে সভাপতিত্ব করেন দুই পবিত্র মসজিদের কাস্টোডিয়ান বাদশাহ সালমান
সৌদি আরবের মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে থাকা গৃহকর্মী ও তাদের নিয়োগ দাতাদের মধ্যকার চুক্তিতে ইনস্যুরেন্স বা বীমার বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।
ইনস্যুরেন্সের বাস্তবায়ন হলে নিয়োগকর্তা ও গৃহকর্মী- দু পক্ষই সুরক্ষা পাবে। এখন এ ধরণের গৃহকর্মীদের জন্য বিশেষ কোন সুরক্ষার ব্যবস্থা নেই। অর্থাৎ কেউ যদি সেখানে গৃহকর্মী হিসেবে কাজ করার সময় অসুস্থ হয় বা মারা যায় তার জন্য নিয়োগ দাতা বা রিক্রুটকারী প্রতিষ্ঠান থেকে কোন অর্থ পাওয়া যায় না।
অনেক ক্ষেত্রে বাংলাদেশে আসার পর এখানকার কল্যাণ তহবিল থেকে মারা যাওয়া বা অসুস্থ ব্যক্তি ও তাদের পরিবারকে সহায়তা করা হয়।
অনুমোদন পাওয়া গৃহকর্মীদের জন্য স্বাস্থ্যবীমায় ঠিক কি ধরণের বা কিভাবে ইন্সুরেন্স বাস্তবায়ন করা হয়ে সে সম্পর্কে জানানো হয়নি।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More