হযরত বিলাল বাওয়া সিলেট যাচ্ছেন শুক্রবার
বিদেশবার্তা২৪ ডেস্ক:
শায়খুল হাদিস শায়েখ জাকারিয়া (রহঃ) এর অন্যতম খলিফা হযরত মাওলানা বিলাল বাওয়া দাঃ বাঃ লন্ডন থেকে শুক্রবার (১৯ মে) সিলেট আসছেন।
সিলেট সুলতানপুর মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজুর তত্ত¡বাবধানে সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় দ্বীনি জলসায় তিনি বয়ান পেশ করবেন। ১৯ মে শুক্রবার বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর দক্ষিণ সুরমা হুমাযুন চত্বর আল-কারিম জামে মসজিদে বাদ এশা তালিম এস্তেমায় হযরত মাওলানা বিলাল বয়ান পেশ করবেন।
উক্ত বয়ানে সকল ধর্মপ্রাণ দ্বীনি মুসলমানদেরকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট জেলা মুজাহিদ কমিটির সদর আলহাজ ইসহাক আহমদ।
Related News
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More