Main Menu

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:
লিবিয়ার উপকূল অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে এক শিশুসহ ১১ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে৷ মঙ্গলবার দেশটির উপকূলরক্ষীরা অভিবাসনপ্রত্যাশীদের মরদেহ উদ্ধার করেন৷

উপকূলরক্ষীরা জানায়, নৌকাডুবির পর চারজন ব্যক্তিকে সাঁতরে তীরে আসতে দেখলে,তারা ছুটে যান। নৌকাডুবির খবর পাওয়ার পর উপকূলরক্ষীদের উদ্ধারে নির্দেশ দেয় পাশ্ববর্তী গারুবুলী শহর কর্তৃপক্ষ৷ পরে উপকূলরক্ষীরা ১০ জন পুরুষ ও একটি মেয়ের মরদেহ উদ্ধার করে।

জীবিতদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়৷ ওইসময় জীবিত উদ্ধার করা ব্যক্তিরা এতোটাই ক্লান্ত ছিলেন যে, পায়ে হাঁটার শক্তি পর্যন্ত ছিলো না৷ ঘাসের ওপর শুয়ে ছিলেন তারা৷ চেষ্টা করছিলেন স্বাভাবিক নিয়মে শ্বাস নিতে৷ পরে উদ্ধারকর্মীরা তাদের খাবার ও পানীয় দেন৷ এরপর কিছুটা শক্তি ফিরে পান তারা৷

জীবিত উদ্ধার হওয়া একজন জানান, এই নৌকাটিতে অন্তত ৮০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন৷ নৌকাটি ডুবে যেতে শুরু করলে, অনেকেই পানিতে লাফিয়ে পড়ে সাঁতার কেটে তীরে উঠে পালিয়ে গেছেন৷ আর যাদের জীবিত উদ্ধার করা হয়েছে তাদের বিষয়ে লিবিয়া কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেবে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি৷

জীবিতদের দেখানো পাসপোর্ট অনুযায়ী, ডুবে যাওয়া নৌকাটিতে বাংলাদেশ, মিশর ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের নাগরিকেরা ছিলেন৷ যারা মারা গেছেন, তাদের নাম পরিচয় জানা যায়নি৷ সেখানে কোনো বাংলাদেশি আছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি৷

এর আগে গেল সপ্তাহে ত্রিপোলির পশ্চিম দিকে একটি অভিবাসী নৌকা ডুবে অন্তত ৩৪ জন মারা যায়। এদিন সন্ধ্যায় ওই উপকূল থেকে ইউরোপের উদ্দেশে ছেড়ে যাওয়া আরো একটি নৌকা যাত্রা শুরু করতে না করতেই বিপদগ্রস্ত হয়৷ খবর পেয়ে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে ছুটে যান উপকূলরক্ষীরা৷






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *