Main Menu

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ছাত্র ‘রাজের’ অকাল প্রয়াণে স্মরণ সভা

নিউজ ডেস্ক:
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ৪৩ তম ব্যাচের অনার্স শেষ বর্ষের ছাত্র রাজ নারায়ণ চক্রবর্তীর অকাল প্রয়াণে আয়োজিত এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারী দুপুর ২ টায় অধ্যাপক এম. হাবিবুর রহমান হলে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। ইংরেজি বিভাগের শিক্ষার্থী রুহামা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ- উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নজরুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তারেক ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরী, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অনীক বিশ্বাস, সহকারি অধ্যাপক সানজিদা চৌধুরী, প্রয়াত শিক্ষার্থীর বন্ধু সিদ্দিক বাপ্পী, মেহজাবিন মীম, ইমরান প্রমূখ।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক রাজের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, এমন অকাল মৃত্যু কারো কাম্য নয়। মেট্রোপলিটন ইউনিভার্সিটির সম্ভাবনাময় শিক্ষার্থীর মৃত্যুতে বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরীও মর্মাহত ও শোকাহত। তিনি রাজের পরিবারের পাশে থেকে তাদের মানসিক শক্তি প্রদানের আহবান জানান। সভায় রাজের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে রাজ নারায়ণ চক্রবর্তী পরলোকগমন করেন। পরের দিন ২০ ফেব্রুয়ারী মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, ইংরেজী বিভাগের প্রধান অনীক বিশ্বাস, রেজিস্ট্রার তারেক ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রমা ইসলাম, সহকারি অধ্যাপক গোলাম রব্বানী, প্রভাষক সানজিদা কালাম, মালিহা আক্তার, মুনমুন দেবনাথ, ফারহানা খানম জলি সহ শিক্ষার্থীরা প্রয়াত রাজের দাড়িয়াপাড়াস্থ বাসভবনে গিয়ে শোকাহত পরিবারকে সান্তনা দেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *