যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেন জাবি’র দুই শিক্ষার্থী
নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বিখ্যাত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণিতে পড়ার সুযোগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থী। তারা হলেন মো. সাইফুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তারা এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের ও আব্দুল্লাহ আল মামুন ৪৬তম ব্যাচের শিক্ষার্থী। তারা উভয়েই বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার শুরু থেকে গবেষণার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা।
গত বছর সাইফুল ইসলামের ২২টি ও মামুনের ৩৯টি গবেষণাপত্র প্রকাশিত হয়। এছাড়াও এ পর্যন্ত আব্দুল্লাহ আল মামুনের শতাধিক ও সাইফুল ইসলামের ৬০টির অধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
সাইফুল ইসলাম বলেন, জনস হপকিন্স পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্সে বিশ্বে প্রথম স্থানে রয়েছে। আমি এই বিষয়ে ভর্তি হওয়ার পরে দ্বিতীয় বর্ষ থেকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা লাভ করি। তখন থেকেই গভেষণার কাজে মনোযোগ দেই। স্বপ্ন পূরণ হয়েছে। সব মিলিয়ে বেশ ভালো লাগছে।
উচ্ছ্বসিত আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনও। তিনি বলেন, উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পড়াশোনার স্বপ্ন ছিল। পাবলিক হেলথ নিয়ে পড়ার সুযোগ পাওয়ার পর থেকেই স্বপ্ন দেখতাম যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে পড়ার। যখন জনস হপকিন্সে আবেদন করি, আমি আত্মবিশ্বাসী ছিলাম। আলহামদুলিল্লাহ স্বপ্ন পূরণ হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের বাল্টিমোরে অবস্থিত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় ১৮৭৬ সালের ২২ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪ সাল থেকে বিশ্ববিদ্যালয়টি পাবলিক হেলথ স্কুলগুলোর মধ্যে সারাবিশ্বে প্রথম স্থান দখল করে আছে। এমনকি হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথেরও ওপরে অবস্থান করছে প্রতিষ্ঠানটি।
Related News
বিভাগীয় শহরে হবে শাবির ভর্তি পরীক্ষা
বিভাগীয় শহরে হবে শাবির ভর্তি পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষেরRead More
এসএসসির ফল প্রকাশ, যেভাবে জানবেন
এসএসসির ফল প্রকাশ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার বেলাRead More