Main Menu

ফ্রান্সে সম্মিলিত একুশ উদযাপন পরিষদের মতবিনিময় সভা

বিদেশবার্তা২৪ ডেস্ক:
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে ফ্রান্সে সম্মিলিত একুশ উদযাপন পরিষদ ফ্রান্স এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি ফেরদৌস করিম আখঞ্জি ও স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শাকিল সরকারের যৌথ সঞ্চালনায় ক্যাথসিমার স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিউনিটি ব্যক্তিত্ব মোতালেব খানের সভাপতিত্বে এ সভায় ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, আঞ্চলিক ও কমিউনিটি সংগঠনের নেতারাসহ বি প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

প্যারিস শহরের ঐতিহাসিক মানবাধিকার চত্বর রিপাবলিকে সম্মিলিত একুশ উদযাপন পরিষদের আয়োজনে প্যারিসের বৃহত্তর এ আয়োজনে উপস্থিত হয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করবে হাজারো প্রবাসী।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব তাহের বার শহীদ, ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা মিজান চৌধুরী মিন্টু, ইপিবিএ ফ্রান্স সভাপতি ফারুক খান , ইউরো-বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের হেড কো-অর্ডিনেটর আবু তাহির, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী হোসেন, ইপিএস কমিউনিটি ইন ফ্রান্স সভাপতি এলান খান, বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক আমিন খান হাজারী, কুমিল্লা জেলা সমিতি সাধারণ সম্পাদক নাসির আহমেদ , ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস , ফ্রান্স বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হক রুবেল, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুল, প্রচার সম্পাদক তানজু চৌধুরীসহ প্রচার সম্পাদক মাসুদ আহমেদ, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা খন্দকার আতাউর রহমান,আফজাল হোসেন, সহ সভাপতি মাহমুদুল হক, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার চৌধুরী, সাংবাদিক বদরুল বিন আফরোজ প্রমুখ।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সম্মিলিত একুশ উদযাপন পরিষদ সব বাংলাদেশির সম্মিলিত পরিষদ। প্যারিসে সর্বজনীনভাবে এই দিবসটি উদযাপনে দল-মত নির্বিশেষে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *