Main Menu

গৃহহীন পরিবারকে ঘর বানিয়ে দিল কুলাউড়া হেল্পিং হ্যান্ডস ইউকে

নিউজ ডেস্ক:

কুলাউড়া হেল্পিং হ্যান্ডস ইউকের অর্থায়নে গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় শরিফপুর ইউনিয়নে দুটি টিনের ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। একই সাথে গৃহহীন পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেছে সংস্থাটি।

কুলাউড়া উপজেলার কুলাউড়া পৌরসভা, জয়চন্ডী ইউনিয়ন, ভূকশিমইল ইউনিয়ন ও ব্রাহ্মনবাজার ইউনিয়নের ২০ টি গৃহহীন পরিবারকে ৪৩২ পিস উন্নত মানের টেকসই ঢেউটিন প্রদান করা হয়। আরো তিনটি পরিবারকে ঢেউটিন না দিয়ে নগদ অর্থ প্রদান করা হয়৷

সম্প্রতি কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কুলাউড়া আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ কাওছার হোসেইন বাবলু এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খোন্দকার, বর্তমান ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ,মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুছ ছালেক, ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, ৪নং জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব, ৭নং কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাদ্দিক আহমেদ নোমান কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া উপজেলা জাসদ সভাপতি ও কুলাউড়া পৌরসভার সাবেক কমিশনার রফিকুল ইসলাম টিপু, বিশিষ্ট সমাজকর্মী মমতাজ তাহের বীনা, কুলাউড়া হেলপিং হ্যান্ডস ইউকে এর প্রতিষ্ঠাতা সদস্য নাজমুল হোসেন ( লন্ডন প্রবাসী ), ভাটেরা ইউপি সচিব নিজাম উদ্দিন, সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি মাহতাব মিয়া প্রমুখ৷

উপস্থিত সকলকে কুলাউড়া হেল্পিং হ্যান্ডস ইউকে এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *