চা শিল্পে ‘খরা’
নিউজ ডেস্ক:
বৈরী আবহাওয়া ও শ্রমিক আন্দোলনের কারণে হবিগঞ্জের চুনারুঘাটে লস্করপুর ভ্যালির বাগানগুলোতে চা পাতার উৎপাদন ৩০ লাখ কেজি কমে গেছে। গত বছর এ ভ্যালির ২৪টি বাগানে ১ কোটি ১ লাখ ৬৬ হাজার ৭৭ কেজি চা পাতা উৎপাদন হয়েছে। এর আগের বছর অর্থাৎ ২০২১ সালে যা ছিল ১ কোটি ৩২ লাখ ৫১১ কেজি। সে হিসেবে এ বছর ৩০ লাখ ৩৫ হাজার কেজি বা ২২ দশমিক ৯৯ শতাংশ উৎপাদন কমেছে।
২০২২ সালের শুরুর দিকে বাগানগুলো খরার কবলে পড়ে ও আগস্ট মাসে ছিল ২০ দিনের শ্রমিক অবরোধ। এছাড়া চায়ের গাছে আক্রমণ করে রেড স্পাইডার ও হেলোফিলিটস মশা। এসব কারণে উৎপাদন কমে গেছে।
সংশ্লিষ্টরা জানান, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার মাসে বাগানে ৬০ শতাংশ চা পাতা উৎপাদন হয়। কিন্তু এ সময়ের ভেতরে আগস্ট মাসে শ্রমিকরা ২০ দিন কাজ না করায় ২০ থেকে ২০ শতাংশ উৎপাদন কমে যায়।
অন্যদিকে, খরা, রেড স্পাইডার ও হেলোফিলিটস মশার আক্রমণ এবং খরচ বাড়লেও নিলামে বাড়েনি চায়ের দাম। এসব কারণে গত বছর ২৪টি বাগানে ২২ দশমিক ৯৯ শতাংশ উৎপাদন কমে গেছে।
চন্ডিছড়া চা বাগানের ব্যবস্থাপক ও লস্করপুর ভ্যালীর সভাপতি ইউসুফ হোসেন খান জানান, গত বছর শ্রমিক অবরোধের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এ ছাড়া বৈরী আবহাওয়া ও নানা রোগের আক্রমণের ফলে চা শিল্প এখন খারাপ সময় পার করছে।
Related News
সিলেটেও সয়াবিন তেল সংকট
সিলেটেও সয়াবিন তেল সংকট সিলেটের বাজারে বিভিন্ন পণ্য কেনার পর সয়াবিন তেল কিনতে গিয়ে বিপাকেRead More
ট্রান্সজেন্ডার নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা আজহারী
ট্রান্সজেন্ডার নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা আজহারী। ট্রান্সজেন্ডার ইস্যুতে সরগরম অনলাইন-অফলাইন। সপ্তম শ্রেণিরRead More