নিজ পরিবারই নিতে চায় না মিশরপ্রবাসী অসুস্থ সাহজাদাকে

বিদেশবার্তা২৪ ডেস্ক:
মিশরে বাংলাদেশি কমিউনিটি ও দূতাবাসের সহযোগিতায় কায়রো থেকে দেশে ফিরলেন অসুস্থ প্রবাসী সাহজাদা হোসেন। তিনি চট্টগ্রামের সন্দীপের মাইজহাট ভাংগা গ্রামের সহিদ উল্লাহর ছেলে।
জানা যায়, বিগত ২০১২ সালে সাহজাদা মিশরে আওয়াল গামা শহরে পোশাক শিল্প প্রতিষ্ঠানে কাজ নিয়ে আসেন। ২০১৮ সালে ছুটিতে গিয়ে পরিবারের সঙ্গে কয়েকদিন থাকার পর আবার ফিরে আসেন কর্মস্থলে। কাজ করে যা আয় করতেন সবই পাঠাতেন পরিবারের কাছে।
গত ৬ মাস আগে হঠাৎ করে করে স্ট্রোক করেন সাহজাদা। বাংলাদেশি সহকর্মীরা তাকে ভর্তি করেন কায়রোর সৌদি-জার্মান হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার জানান, অস্ত্রোপচার করতে হবে, বিপুল অংকের অর্থের প্রয়োজন।
সহকর্মীরা সাহজাদা পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা সহযোগিতা করতে অস্বীকৃতি জানান। সহকর্মী আলাল উদ্দিন তাকে নিয়ে যান তার বাসায়। এর কয়েকদিন পর সাহজাদা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।
অসুস্থ হয়ে পড়ায় সাহজাদা কোনো কাজ করতে পারতেন না।
প্রবাসী মাকসুদ আজহারী বলেন, ‘সাহজাদার পরিবারে স্ত্রী, ৩ মেয়ে ও মায়ের সঙ্গে যোগাযোগ করি তাকে দেশে পাঠাতে। কিন্তু তারা সহযোগিতা করেননি। এমনকি এক পর্যায়ে ফোন করলে তারাে ফোনও ধরতেন না।’
অবশেষে মিশরে মানবকল্যাণ গ্রুপের মাধ্যমে বাংলাদেশ কমিউনিটির সহযোগিতায় গত ৩১ জানুয়ারি কায়রো বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সে সাহজাদাকে দেশে পাঠানো হয়।
Related News

মালয়েশিয়ায় যেতে পারছেন না ১ লাখ কর্মী
নিউজ ডেস্ক: মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে জট লেগেছে। প্রায় ১ লাখ বাংলাদেশি কর্মীর ভিসারRead More

রেমিটেন্স ও রপ্তানি আয়ে ডলারের দাম বাড়ল
বিদেশবার্তা২৪ ডেস্ক: রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ডলারের দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসী আয়েRead More