নাইজেরিয়ায় বন্দুকধারী-গ্রামবাসী সংঘর্ষে ৪০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য কাতসিনায় গ্রামবাসী ও বন্দুকধারীদের মধ্যে গোলাগুলির ঘটনায় ৪০ জনেরর বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
কাতসিনা রাজ্য পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ শুক্রবার জানিয়েছেন, আঞ্চলিকভাবে বান্দিতস নামে পরিচিত এক সশস্ত্র গোষ্ঠী একটি গ্রামে ভেড়া ও গবাদি পশু লুট করার চেষ্টা চালায়। এতে স্থানীয়রা ওই বন্দুকধারীদের ধাওয়া করলে জীবনঘাতী সংঘর্ষ বেঁধে যায়। বন্দুকধারীদের গোলাগুলিতে ৪০জনের বেশি মানুষ প্রাণ হারায়। পালিয়ে যাওয়ার সময় বন্দুকধারীরা গরু ও ভেড়া নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে হামলাকারীদের ধরতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিরাপত্তা বাহিনীর দুইটি সূত্রের খবর বলছে, কাতসিনায় মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। বাগান থেকে বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News

যুক্তরাজ্যে ভারতীয় দূতাবাসে হামলা, যা বলছে ব্রিটিশ সরকার
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে ভারতের হাইকমিশনে গত ১৯ মার্চ হামলা চালিয়েছে একদল বিচ্ছিন্নতাবাদী। এই ঘটনার পরইRead More

তিউনিশিয়ায় অস্থিরতা: ইউরোপে বাড়তে পারে অভিবাসীদের চাপ
বিদেশবার্তা২৪ ডেস্ক: তিউনিশিয়ার প্রেসিডেন্টের অভিবাসন বিরোধী বক্তব্যের পর দেশটিতে শুরু হয়েছে অস্থিরতা৷ বাধ্য হয়ে অনেকRead More