Main Menu

বৈধ অভিবাসীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে ইতালি

নিউজ ডেস্ক:
অবৈধ পথে অভিবাসন ঠেকাতে বেশি পরিমাণে বৈধ অভিবাসী নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইতালির সরকার৷ রবিবার কায়রোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সামেহ শুকরির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে একথা বলেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাইয়ানি।

তিনি বলেন, মিশরসহ অন্যান্য দেশ থেকে আরো বেশি সংখ্যক অভিবাসী নিতে প্রস্তুত ইতালি৷

এই লক্ষ্যে একটি পাইলট প্রকল্পের কথাও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তাইয়ানি৷

প্রকল্পের আওতায় বিদেশিদের ইতালিতে শিক্ষা ও প্রশিক্ষণ নেয়ার সুযোগ প্রদানের কথা বলা হয়৷ যদিও প্রকল্পের বিষয়ে বিস্তারিত উল্লেখ করেননি তিনি।

এদিকে মিশরের সহযোগিতায় লিবিয়াতে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনার লক্ষ্যে কাজ করার চেষ্টা করছে ইতালি৷ লিবিয়ার এই অস্থিরতার কারণেই এই পথ ধরে আসা অবৈধ অভিবাসীর সংখ্যা বাড়ছে বলে অনুমান করা হচ্ছে৷

উল্লেখ্য, অনিয়মিত পথ দিয়ে অভিবাসন ঠেকাতে চেষ্টা করছে জর্জা মেলোনির নেতৃত্বাধীন ইতালি সরকার৷ এরই ধারাবাহিকতায় যে দেশগুলো থেকে অভিবাসনপ্রত্যাশীরা আসছেন সেই দেশগুলোর সাথে চুক্তির পরিকল্পনা করছে দেশটি। পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাইয়ানির মিশর সফর এই পরিকল্পনার অংশ বলে ধারণা করা হচ্ছে৷

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশটিতে অবৈধ পথে আসা অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সবচেয়ে বেশি আসছেন আফ্রিকার দেশ মিশর থেকে৷ ২০২২ সালে ২০ হাজার ৫৪২জন মিশরীয় লিবিয়া হয়ে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি পৌঁছেছেন৷ ২০২০ সালে এই সংখ্যা ছিল এক হাজার ২৬৪ জন৷






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *