তুর্কি সীমান্তে আড়াই লাখ অভিবাসনপ্রত্যাশীর প্রবেশ ঠেকিয়েছে গ্রিস
নিউজ ডেস্ক:
গেল বছর ২০২২ সালে সীমান্তরক্ষীরা তুরস্কে সীমান্তে দিয়ে দুই লাখ ৬০ হাজার অভিবাসনপ্রত্যাশীকে গ্রিসে ঢুবতে বাধা দিয়েছে৷ একই সাথে এই বছরে দেড় হাজার মানবপাচারকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে গ্রিক সরকার।
তবে তুরস্কের দাবি, অভিবাসনপ্রত্যাশীরা যদি আশ্রয় পাওয়ার যোগ্য হয়ে থাকে তাহলে তাদেরকে ফেরত পাঠানো আইনের লঙ্ঘন৷
মূলত যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া ও আফগানিস্তান থেকে অনেক শরণার্থী তুরস্কে হয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে থাকেন৷ গত বছরের অক্টোবর মাসে সীমান্ত থেকে ৯২জনকে আহত ও নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়৷ উদ্ধার হওয়াদের বেশিরভাগই আফগানিস্তান ও সিরিয়ার নাগরিক৷
সীমান্তে বেড়া স্থাপন গ্রিসের
অনিয়মিত অভিবাসন ঠেকাতে দেশটির তুরস্ক সংলগ্ন উত্তরাঞ্চলীয় সীমান্তে বেড়া দিয়েছে করছে গ্রিস সরকার৷ ১৬ ফুট উঁচু এই দেয়াল পূর্বদিকে তুরস্ক সংলগ্ন এভ্রোস নদী পর্যন্ত মোট একশ ২০ মাইল বিস্তৃত। অভিবাসীর ঢল ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে দেশটি৷
শনিবার ইইউ, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্যের কূটনৈতিকদের সাথে বৈঠকে গ্রিসের সিটিজেন প্রোটেকশন মন্ত্রী বলেন, ‘সীমান্ত সুরক্ষার জন্য সহগযোগিতা প্রয়োজন… ইউরোপের জনগণের মতামত, ইউরোপীয় ইউনিয়নের এবং এর সদস্য রাষ্ট্রগুলোর৷’
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More