Main Menu

ইউরোপের সীমান্তে পুশব্যাক ঘটবে না: নতুন ফ্রন্টেক্স প্রধান

নিউজ ডেস্ক:
সীমান্ত পাহারা দেওয়া এবং সীমান্তে ভিড় করা অভিবাসনপ্রত্যাশীদের মানবাধিকার সুরক্ষার বিষয়টি পরস্পরের সাথে জড়িত উল্লেখ করে ইউরোপের বহিঃসীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্সের নবনিযুক্ত প্রধান হানস লাইটেন বলেছেন, তার দায়িত্ব পালনের সময়ে ইউরোপের সীমান্তে কোনো ধরনের পুশব্যাকের ঘটনা ঘটবে না।

ইউরোপের সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্সের নির্বাহী পরিচালকের দায়িত্ব নেওয়ার পর গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন৷

হানস লাইটেনের এই বক্তব্য নানা দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ সীমান্তে পুশব্যাক ইউরোপের আইন অনুযায়ী অবৈধ হলেও এ নিয়ে সংস্থাটি বিভিন্ন সময়ে সমালোচনার মুখে পড়েছে৷ তাছাড়া সীমান্তে ফ্রন্টেক্সের রক্ষীদের হাতে অভিবাসনপ্রত্যাশীদের নির্যাতিত হওয়ার খবরও নতুন নয়। সমালোচনার মুখে গত বছর সংস্থাটি নির্বাহী পরিচালকের দায়িত্ব ছেড়ে দেন ফ্রেঞ্চমান ফাব্রেসি লেগেরি৷ এই ধারাবাহিকতায় ফ্রন্টেক্সের নির্বাহী পরিচালকের দায়িত্ব নেন হানস লাইটেন৷

ফ্রন্টেক্স প্রধান লাইটেন বলেন, মৌলিক অধিকার অথবা সীমান্ত ব্যবস্থাপনা- বিষয়টি এমন নয়৷ বরং এটি হলো মৌলিক অধিকার এবং সীমান্ত ব্যবস্থাপনা, অর্থাৎ দুটোকেই একসাথে গুরুত্ব দিতে হবে৷ ফ্রন্টেক্সের কর্মকর্তারা বিদ্যমান আইনি কাঠামোর ভেতর থেকেই সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, ‘‘আমার লোকেরা যেন পুশব্যাক না করে এই বিষয়টি দেখার দায়িত্ব আমার৷ আমার মনে হয় বিষয়টি পরিস্কার৷ তার মতে, ফ্রন্টেক্সের কার্যক্রম গোপন করার কিছু নেই৷ তাছাড়া তিনি ফ্রন্টেক্সের কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করা এবং সংস্থাটির রক্ষণশীল দৃষ্টিভঙ্গির পরিবর্তনেরও আশ্বাস দেন তিনি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *