Main Menu

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের নতুন কমিটি

নিউজ ডেস্ক:
ব্রিটেনে প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তম সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট হলে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

দ্বিবার্ষিক সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আশিকুর রহমান, বিদায়ী সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আনসারের পরিচালনায় আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার আব্দুল হালিম চৌধুরী।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় নির্বাচন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রবীণ কমিউনিটি নেতা শাহগির বখত ফারুক, অপর দুই নির্বাচন কমিশনার ছিলেন সামী সানা উল্লাহ ও এমএ আজিজ চৌধুরী।

নির্বাচনে একটি মাত্র প্যানেল থাকায় সভাপতি জাহাঙ্গীর খান, সেক্রেটারি আহবাব হোসেন, ট্রেজারার আব্দুল হালিম চৌধুরীসহ ৪১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন- চেয়ারপার্সন জাহাঙ্গীর খান, সিনিয়র ভাইস চেয়ার আব্দুল বারী, ভাইস চেয়ার আয়শা চৌধুরী, আবু লেইছ, মানিকুর রহমান, মঈন উদ্দিন, পারভেজ কোরেশী, ফয়জুর রহমান, কাজী আরিফ, সেক্রেটারি সৈয়দ আহবাব হোসেন, জয়েন্ট সেক্রেটারি জাকির হোসেন, ড. সৈয়দ মাসুক আহমদ, জেইন মিয়া, ট্রেজারার আব্দুল হালিম চৌধুরী, অর্গানাইজিং সেক্রেটারি জয়নাল আবেদিন, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি কাজী আব্দুল কুরাশ, মেম্বারশিপ সেক্রেটারি এম নুমান বিন মালিক, ইন্টারন্যাশনাল এপেয়ার্স সেক্রেটারি শাহ মুনিম, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মোস্তাক আলী বাবুল, জয়েন্ট প্রেস সেক্রেটারি এম আবু তারিক চৌধুরী, অফিস সেক্রেটারি মোহাম্মদ রুবিদ হোসেন, জয়েন্ট অফিস সেক্রেটারি দেলোয়ার হোসেন খান, ওমেন সেক্রেটারি সেলিনা চৌধুরী, জয়েন্ট ওমেন সেক্রেটারি দিনা হোসেন, কালর্চার সেক্রেটারি নুরুজ্জামান, রিলিজিয়াস সেক্রেটারি আনিসুর রহমান, লিগ্যাল সেক্রেটারি নিল মনি সিং, রিসার্চ এন্ড কমিউনিকেশন সেক্রেটারি দিলাল আহমদ, ইসি মেম্বার ইকবাল আহমদ, ফয়সল আহমদ, আশিকুর রহমান, ড. শামসুল হক চৌধুরী, নজরুল আহমদ, প্রতিম ঘোষ, নাজিম উদ্দিন।

সভায় নবগঠিত কমিটির চেয়ারপার্সন জাহাঙ্গির খান বিগত কমিটির সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করেন এবং অধিকার আদায়ে কাজ করতে কমিউনিটির সহযোগিতা কামনা করেন। বিশেষ করে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র, ন্যাশনাল আইডি কার্ড প্রদান, প্রবাসীদের বিনিয়োগ, প্রবাসীদের সম্পত্তি রক্ষায় কাজ করে যাবে। একই সাথে ১৯৭১ সালে যে সকল প্রবাসী স্বাধীনতা সংগ্রামে অবদান রেখে ছিলেন তাদেরকে স্বীকৃতি প্রদানের প্রতিশ্রুতি দেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *