হবিগঞ্জে আগুনে পুড়ে ও দেয়ালচাপায় দুজন নিহত

নিউজ ডেস্ক:
হবিগঞ্জে পৃথক ঘটনায় আগুনে পুড়ে ও দেয়াল চাপায় দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে জেলার আজমিরীগঞ্জ উপজেলায় ও দুপুরে চুনারুঘাটে এসব দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, ভোরে আজমিরীগঞ্জ উপজেলার ঘরদাইর গ্রামে জাবেদ মিয়া (৪০) নামে ব্যক্তি আগুনে পুড়ে মারা যান। মঙ্গলবার ভোরে বসতঘরে আগুন লাগলে ঘুমন্ত অবস্থাতেই তিনি দগ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অন্যদিকে, পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে জেলার চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের সুভাষ চন্দ্র দেবনাথ (৪০) নামে এক কাঠমিস্ত্রী কাজ করার সময়ে দেয়ালচাপায় আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News

দেশে ফিরলেন মুহিত চৌধুরী
নিউজ ডেস্ক: সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন আজ। শনিবারRead More

৩৫ গ্রামের মানুষের একমাত্র ভরসা ‘ঝুঁকিপূর্ণ সেতু’
নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়ন, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন ও মিঠামইনRead More