শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন মাওলানা হুছামুদ্দীন চৌধুরী

নিউজ ডেস্ক:
নতুন শিক্ষাক্রমের অসঙ্গতি, পাঠ্যপুস্তকে কুরআন-সুন্নাহবিরোধী ও আপত্তিকর বিষয় থাকাসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে এক প্রতিনিধিদল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান সিলেটের এই কৃতিসন্তান। প্রায় ঘন্টাব্যাপী এ বৈঠকে তিনি মাদরাসার জন্য স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন, সাধারণ বিষয়সংখ্যা কমিয়ে ১০০০ নম্বর নির্ধারণ, স্বকীয়তা রক্ষা ও পাঠ্যপুস্তক সংশোধনসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেছেন।
এসময় প্রধানমন্ত্রী মনযোগ সহকারে মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর বক্তব্য শুনেন এবং দাবিগুলো পুরণের আশ্বাস প্রদান করেন।
হুছামুদ্দীন চৌধুরীর সঙ্গে ছিলেন আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, দারুন-নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ. খ. ম আবূ বকর সিদ্দীক, ফরিদগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান ও বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান।
Related News

বাংলাদেশে ‘অংশগ্রহনমূলক নির্বাচনের’ বিষয়ে মন্তব্য করবে না যুক্তরাষ্ট্র
বিদেশবার্তা২৪ ডেস্ক: মার্কিন পররাষ্ট্র দফতরের সফররত একজন পদস্থ কর্মকর্তা বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনে কোন বিশেষRead More

বাড়তি প্রটোকল পাবে না বিদেশি রাষ্ট্রদূতরা : পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক: বিদেশি রাষ্ট্রদূত বা হাইকমিশনারদের বাড়তি প্রটোকল সুবিধা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।Read More