Main Menu

তুরস্কে যাওয়ার পথে সুনামগঞ্জের যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক:
অল্প বয়সে নিজের ভবিষ্যৎ ও পরিবারের হাল ধরতে আর স্বপ্ন পূরণে ইরানে গিয়েছিলেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার তানিল আহমদ (২২)। কিন্তু ভাগ্য তার পক্ষে রইল না। নিহত তানিল উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তুরস্কে যাওয়ার পথে বরফের মধ্যে তীব্র ঠাণ্ডায় অসুস্থ হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় গত সোমবার ইরানে থেকে তুরস্কে যাওয়ার পথে তীব্র শীত আর প্রচণ্ড ঠাণ্ডায় মৃত্যু হয় তানিল আহমদের।

নিহরের পরিবার জানান, সংসারে ৫ ভাইয়ের মধ্যে তানিল আহমদ সবার বড়। সংসারের হাল ধরতে ও নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে কয়েক মাস আগে ইরানে যায়। সবেই টিকটাক ভাবে চলছিল তার। পরে আরও বড় স্বপ্ন পূরণের আশায় ইরান থেকে অবৈধ পথে গ্রিসে পাড়ি দেওয়ার পরিকল্পনা করেন। তার স্বপ্ন ছিল সেখানে থেকে ইউরোপে গিয়ে সবাইকে নিয়ে শান্তিতে দিন যাপন করবে। তবে ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে ঠাণ্ডায় মারা যাওয়ায় তাঁর সেই স্বপ্ন এখন স্বপ্নই রয়ে গেল।

এদিকে, তানিলের মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোকের মাতম। কেঁদে কেঁদে বার বার মূর্ছা যাচ্ছেন তানিলের মা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *