অর্থের অভাবে আটকে আছে মসজিদ নির্মাণের কাজ: সহযোগিতা কাম্য

ডেস্ক রিপোর্ট:
হবিগঞ্জ দক্ষিণ নরপতি পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদ এর নির্মাণ অর্থাভাবে বন্ধ হয়ে আছে শীত বৃষ্টি রোদে অতি কষ্টে অস্থায়ী একটি ছোট মসজিদে মুসল্লীদের নামাজ আদায় করতে হচ্ছে ।
মসজিদ অতি মুল্যবান প্রয়োজনীয় ও আল্লাহর ঘর । মুহাম্মদ আবু তাহের মিয়া মসজিদের জায়গা দিয়েছিলেন ২০১৯ সালে এই মসজিদ টির কাজ শুরু হয়ে কয়েটি পিলার স্থাপন করার পর কাজ বন্ধ হয়ে গিয়েছিলো ।
বর্তমানে মসজিদ টির ৭০ % ভাগ কাজ বাকি রয়েছে । এর মধ্যে হলো ছাদ ডালাই নিচ ডালাই সাইড ওয়াল অজুর স্থান এবং পেসাব খানা ।
অধিকাংশ গরীব ও সল্প সংখ্যক মুসল্লীর পক্ষে মসজিদটি কে প্রত্যাশাপূর্ন মসজিদে পরিনত করা অসাধ্য হয়ে পরেছে ।
তাই মসজিদ কমিটির সদস্যরা দেশ বিদেশের সকল মুসলমান ভাই বোনদের কাছে সাহায্যের আবেদন করেছেন । ধনাঢ্য ও ধর্মপ্রান মানুষ ইচ্ছে করলে তাদের দানে মসজিদ টির কাজ আবার ও শুরু করার সুযোগ করার করে দিতে পারে ।
আগ্রহীদের যোগাযোগের মাধ্যম হল মসজিদ কমিটির সেক্রেটারি দিলাল মিয়া । বিকাশ নাম্বার পারসোনাল: 01774651706
Related News

রোজার শুরুতেই নিত্যপণ্যের বাজারে আগুন
পল্লব ভট্টাচার্য্য: প্রতি বছর রোজা এলেই নিত্যপণ্যের দামে আগুন লেগে যায়। এটা যেন বৈধ করেRead More

চুনারুঘাটে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার
নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- গাদিশাইলRead More