মাত্র আড়াই মাসে পবিত্র কুরআন মুখস্থ করল চার মেয়ে!

ইসলাম ডেস্ক: মাত্র ৭৮ দিনে কুমিল্লায় পবিত্র কুরআন মুখস্থ করে আলোড়ন সৃষ্টি করেছে চার কন্যাশিশু। কুমিল্লার দেবিদ্বার জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার ওই চার শিক্ষার্থী এ চমক সৃষ্টি করে।
ওই মাদ্রাসার শিক্ষক (হাফেজা) মাকসুদা আক্তারের তত্ত্বাবধানে তারা কুরআন শরিফ শিক্ষা শেষ করে।
কৃতী হাফেজারা হলেন- ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের ইদন মিয়ার মেয়ে ইসরাত জাহান স্বর্ণা (৯), দেবিদ্বার উপজেলার হেতিমপুর গ্রামের লিটন মিয়ার মেয়ে ইফরাত আক্তার (৯), ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে সাদিয়া আক্তার (১১) এবং দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকার আবু তাহেরের মেয়ে হালিমা আক্তার (১২)।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ছাত্রীগুলো শিক্ষা শুরুর স্বল্প সময়ের মধ্যে পুরো কুরআন শরিফ মুখস্থ করে রেকর্ড গড়েছে। বুধবার তাদের কুরআন শরিফ মুখস্থ শেষ হয়। এর আগে গত ২ অক্টোবর তারা কুরআন শরিফ শেখা শুরু করে।
শুক্রবার দেবিদ্বার জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি আবু বকর আল মাদানী জানান, দেড় বছর আগে এই চার শিক্ষার্থী দেবিদ্বার জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসায় ভর্তি হয়। কুরআন শরিফ শিক্ষা শুরুর মাত্র ৭৮ দিনে পুরো কুরআন শরিফ শেখা শেষ করে কুরআনে হাফেজা হয়।
Related News

ইমামের সঙ্গে শুধু ১ রাকাত নামাজ পেলে যা করবেন
ধর্ম ডেস্ক: শুরু থেকে ইমামের সঙ্গে জামাতে শরিক হতে না পারা ব্যক্তি মাসবুক বলা হয়।Read More

শেষ মুহূর্তে রমজানের প্রস্তুতি যেভাবে নিবেন
মো. আবদুল মজিদ মোল্লা: দরজায় কড়া নাড়ছে মহিমান্বিত মাস রমজান। এখনো যারা রমজানের জন্য প্রস্তুতRead More