প্যারিসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে এক বন্দুকধারীর গুলিতে ৩ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্র ও সেলুনের কাছে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলটি গা দ্যুলেস্ট স্টেশন থেকে কাছাকাছি বলে জানিয়েছে প্যারিস কর্তৃপক্ষ।
কী কারণে এই হামলা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৬৯ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে। আটক বন্দুকধারী ফরাসী নাগরিক, দুটি হত্যাচেষ্টার ঘটনার জন্য তিনি পুলিশের কাছে আগে থেকেই পরিচিত ছিলেন।
প্যারিস কর্তৃপক্ষের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তিনি প্যারিসের রু দনজিয়া এলাকা থেকে ৭ থেকে ৮ বার গুলি করার শব্দ শুনতে পেয়েছিলেন। এর পরপরই স্থানীয়রা খুবই ভীত হয়ে পড়ে এবং দিগ্বিদিক ছুটতে থাকেন।
Related News

পাকিস্তানে রমজানের খাবার বিতরণে পদদলিত হয়ে ১১ জনের প্রাণহানি
বিদেশবার্তা২৪ ডেস্ক: পাকিস্তানের করাচিতে রমজানের খাবার বিতরণকেন্দ্রে পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ১১ জনRead More

বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের
বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (১ এপ্রিল)Read More